এক লাফে সোনার দাম বাড়ল ভরিতে ৪ হাজার ২০০ টাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪
দেশের বাজারে সোনার দাম আবারও নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দর আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের নির্ধারিত নতুন দরে ২২ ক্যারেট সোনার দাম ভরি ২,৩২,০৫৫ টাকা, ২১ ক্যারেট ভরি ২,২১,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ভরি ১,৮৯,৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরি ১,৫৬,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম ভরি ৫,৯৪৯ টাকা, ২১ ক্যারেট ভরি ৫,৭১৫ টাকা, ১৮ ক্যারেট ভরি ৪,৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি ৩,৬৭৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।
বিশ্ববাজারে সোনার মূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।
এমএইচএস

