Logo

অর্থনীতি

রমজানে কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে : বাণিজ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:১২

আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:২১

রমজানে কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, আসন্ন রমজানে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হওয়ায় নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) টাস্কফোর্সের সভার পর আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে তিনি এ কথা জানান।

শেখ বশির উদ্দিন বলেন, ‘ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন যে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। তাই আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থাকবে। অনেক পণ্যের দাম বৃদ্ধি না পেয়ে, কিছু পণ্যের দাম কমতেও পারে।’

তিনি আরও জানান, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুসহ কিছু প্রকল্পে টাকার অবমূল্যায়ন ও বড় ঋণের প্রভাব পড়েছে, যা নিত্যপণ্যের বাজারে কিছুটা চাপ সৃষ্টি করেছে। তবে বাজারে ৫ লাখ টন রাইস ব্র্যান সরবরাহের কারণে ভোজ্যতেলের দামও স্থিতিশীল রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরবরাহের এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আরও নিয়ন্ত্রণে থাকবে এবং মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর