দেশের বাজারে ফের বাড়ানো হলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক দফায় বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। এতে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতেই এই সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামী সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
দফায় দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের প্রভাবেই সোনার বাজারে এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
এসএসকে/

