Logo

অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে চাল-ডাল-তেলের দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০০:১৯

বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে চাল-ডাল-তেলের দাম

ছবি: সংগৃহীত

ভালো সরবরাহ থাকার পরও রমজান কেন্দ্রিক বাড়তি চাহিদার কারণে কিছু পণ্যের বাজারমূল্য খানিকটা বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্য কমলেও দেশে উল্টো চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ, গত বছর রোজার আগে যেসব পণ্যের দাম ছিল, এ বছর সেগুলো খানিকটা বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের দশম সভায় কমিশনের পক্ষ থেকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ ভোগ্যপণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বেশকিছু ভোগ্যপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার দরের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এতে গত বছরের তুলনায় বর্তমান পণ্যের মূল্যের তুলনামূলক চিত্র রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত পাম অয়েলের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮২ শতাংশ কমে বিক্রি হচ্ছে। কিন্তু দেশের বাজারে পাম অয়েল বিক্রি হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় ০.৬৪ শতাংশ বেশি দামে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দ্রব্যমূল্য

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর