Logo

অর্থনীতি

বিডা-বেজাসহ ৬ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৩০

বিডা-বেজাসহ ৬ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ সহজ করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি বিনিয়োগ প্রচার সংস্থা বা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিকে (আইপিএ) একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই তথ্য জানান।

একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের মোট ছয়টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি রয়েছে। এগুলোকে একীভূত করার একটি প্রস্তাব আগেই গভর্নিং বোর্ডে দেওয়া হয়েছিল। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং বেশ কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি বিষয়টি নিয়ে কাজ করেছেন। তাদের সুপারিশের ভিত্তিতেই সরকার এই একীভূতকরণে নীতিগত অনুমোদন দিয়েছে।’

তিনি আরও জানান, একীভূতকরণের নকশা বা ‘অর্গানাইজেশন ডিজাইন’ করার জন্য একটি নিরপেক্ষ থার্ড পার্টি কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে। যাতে এই ছয়টি প্রতিষ্ঠানের কোনোটিই কোনো অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের শিকার না হয়। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব থাকবে আগামী নির্বাচিত সরকারের ওপর। 

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো— ভবিষ্যতে এই সব কটি সংস্থাকে একক একটি শক্তিশালী প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসা।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর