Logo

অর্থনীতি

প্রথমবার ৫ হাজার ৫০০ ডলার ছাড়াল সোনার আউন্স

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৭

প্রথমবার ৫ হাজার ৫০০ ডলার ছাড়াল সোনার আউন্স

ফাইল ছবি

বিশ্ববাজারে সোনার দামে চলছে লাগামহীন উল্লম্ফন। একের পর এক রেকর্ড ভেঙে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বাংলাদেশের বাজারেও সোনার দাম খুব দ্রুতই নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ গত ২৮ জানুয়ারি বাংলাদেশে সোনার দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা রেকর্ড ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকায় দাঁড়িয়েছে। তবে বিশ্ববাজারে মাত্র এক দিনের ব্যবধানে আউন্সপ্রতি দাম ৩০০ ডলারের বেশি বেড়ে যাওয়ায় দেশে যেকোনো সময় আবারও দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের একপর্যায়ে এটি ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল, যা ইতিহাসে সর্বোচ্চ। শুধু সোনা নয়, রুপার দামও রেকর্ড গড়ে ১২০ ডলারের কাছাকাছি পৌঁছাল।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে বিনিয়োগকারীরা এখন সোনাকে সবচেয়ে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে বেছে নিচ্ছেন। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকরা জানান, সরকারি ঋণের বোঝা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে সোনা এখন কেবল মূল্যস্ফীতি প্রতিরোধের মাধ্যম নয়, বরং সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর সোনার বাজারে এই চাঙ্গাভাব আরও জোরালো হয়েছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৮০ সালে এক আউন্স সোনার দাম ছিল মাত্র ৮৫০ ডলার। ২০১১ সালে তা ১ হাজার ৯১৩ ডলারে ওঠে। তবে ২০২৫ সাল থেকে সোনার দামে নজিরবিহীন গতি দেখা দেয়। গত বছরের মার্চে ৩ হাজার ডলার এবং অক্টোবরে ৪ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করার পর, ২০২৬ সালের শুরুতেই তা ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেল।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ২৭ শতাংশের বেশি বেড়েছে। এর আগে ২০২৫ সালে এই মূল্যবান ধাতুর দাম লাফিয়ে বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দামের এই পাগলা ঘোড়া না থামলে দেশের বাজারেও সাধারণ ক্রেতাদের জন্য সোনা কেনা নাগালের বাইরে চলে যাবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর