Logo

অর্থনীতি

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরে শাটডাউন কর্মসূচি, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরে শাটডাউন কর্মসূচি, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সরকারের এ উদ্যোগ বাতিলের দাবিতে শনিবার (৩১ জানুয়ারি) ও রোববার (১ ফেব্রুয়ারি) এ দুইদিন কর্মসূচি পালন করবেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা।

কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হবে। রোববার একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে এবং বন্দরের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে, বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১ অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এর আগেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এসব কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কারশেড ও আশপাশ এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তকে জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করে তা বাতিলের আহ্বান জানান। একই ইস্যুতে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বন্দরের শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

সংগঠনটি আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিল করার ঘোষণাও দিয়েছে। এনসিটি ইস্যুতে চলমান এ আন্দোলন এবং শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থায় কী প্রভাব পড়বে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর