বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
রপ্তানি আদেশ ২২৪ কোটি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:২৫
ফাইল ছবি (সংগৃহীত)
পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এবারের মেলায় মাসব্যাপী প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য ও সেবা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩.৪২ শতাংশ বেশি। এছাড়া বিভিন্ন পণ্য খাতে সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে প্রায় ২২৪ কোটি ২৬ লাখ টাকা (১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পূর্বাচলে অবস্থিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে’ (বিবিসিএফইসি) আয়োজিত এক জাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপ্তি ঘোষণা করেন।
মেলা আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্থানীয়ভাবে কেনাবেচা ও রেস্তোরাঁসহ মোট বিক্রির পরিমাণ ৩৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, বিদেশি ক্রেতাদের কাছ থেকে ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে। রপ্তানি আদেশের তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে— আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক। রপ্তানি তালিকায় প্রাধান্য পাওয়া খাতের মধ্যে বহুমুখী পাটজাত পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, নকশি কাঁথা এবং প্রক্রিয়াজাত খাদ্য উল্লেখযোগ্য।
এবারের মেলায় বাংলাদেশসহ মোট ৭টি দেশের ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিদেশি দেশগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে। কটেজ, মাইক্রো ও মাঝারি শিল্প থেকে শুরু করে ভারী শিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পায়।
সমাপনী অনুষ্ঠানে নির্মাণ শৈলী, স্থাপত্য সৌন্দর্য, পণ্য প্রদর্শন ও ক্রেতা সেবার মান বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়া এ বছর ‘কাগজ ও প্যাকেজিং’ পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
এমএইচএস

