
১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে /ছবি : সংগৃহীত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৬৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৩১ হাজার ৬৪১ জন। পাসের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ।
অধ্যাপক আনোয়ারুল আজীম আরও বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১টি উত্তরপত্র বাতিল হয়েছে। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯৭০ জন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইমন দাস। দ্বিতীয় হয়েছেন মো. সামিরুল ইসলাম। তৃতীয় হয়েছেন মো. হাসনাত মাওলা।
গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়।
ওএফ