Logo

শিক্ষা

৭ কলেজের ৫ দফা, ১৯ মে’র আল্টিমেটাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৮:০৩

৭ কলেজের ৫ দফা, ১৯ মে’র আল্টিমেটাম

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘদিন ধরে আলোচিত নতুন বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তারা পাঁচ দফা দাবির সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ১৯ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। তবে এবারের কর্মসূচিতে সড়ক অবরোধ নয়, বরং সরকারি দপ্তর ঘেরাওয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। 

শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা।

তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের প্রস্তাব দিলেও এখনো অন্তর্বর্তী প্রশাসন গঠন বা প্রয়োজনীয় নীতিমালা প্রকাশ হয়নি। এতে করে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

দাবিগুলো হলো
১. ১৯ মে’র মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।

২. প্রশাসন গঠনের পর সেশনজট নিরসন, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও ফলাফলের অসংগতি দূর করতে হবে। অতিরিক্ত ফি আদায়ও বন্ধ করতে হবে।

৩. প্রশাসন গঠনের দুই কর্মদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উদ্যোগ নিতে হবে।

৪. পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ করতে হবে।

৫. আগামী এক মাসের মধ্যে (১৬ জুনের মধ্যে) নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা আলোচনার পথেই এগোতে চাই। তবে সময়মতো পদক্ষেপ না নিলে ১৯ মে থেকে আমরা ঘেরাও ও স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচিতে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ—এই সাতটি কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। তবে দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা ‘নতুন বিশ্ববিদ্যালয় গঠন’সহ নানা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর