Logo

শিক্ষা

দুপুরে এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানবেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৬

দুপুরে এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানবেন

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই)। দুপুর ২টায় একযোগে ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। অনাড়ম্বরভাবেই ফল প্রকাশ হবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। সব মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ।

যেভাবে জানা যাবে ফল
১. অনলাইনে : পরীক্ষার্থীরা [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পরীক্ষার বছর দিয়ে ফল দেখতে পারবে।

২. এসএমএসে : ফল জানতে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, ‘SSC বোর্ডের_প্রথম_তিন_অক্ষর রোল_নম্বর 2025’ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ : ‘SSC Dha 123456 2025’।

৩. দাখিল পরীক্ষার্থীদের জন্য : দাখিল পরীক্ষার ফল জানা যাবে [www.bmeb.gov.bd](http://www.bmeb.gov.bd) ওয়েবসাইটে ‘অনলাইন সেবা-১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফলাফল দেখে নেওয়া যাবে।

এ ছাড়া [educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

মোবাইল থেকে জানতে হলে লিখতে হবে, ‘Dakhil MAD রোল নম্বর 2025’ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ : ‘Dakhil MAD 123456 2025’।

৪. প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল : প্রতিষ্ঠানের প্রধানরা [https://eboardresults.com/v2/home](https://eboardresults.com/v2/home) ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ অপশন থেকে ইআইআইএন নম্বর দিয়ে সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন।

ফল প্রকাশের পরপরই বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত ওয়েবসাইটে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ফল প্রকাশ করবে। তাঁরা সেখান থেকে ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর