Logo

শিক্ষা

ফলাফলে ‘ধস’

এবার অতিরিক্ত নম্বর দিতে নির্দেশনা দেওয়া হয়নি : ঢাকা বোর্ডের চেয়ারম্যান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:১২

এবার অতিরিক্ত নম্বর দিতে নির্দেশনা দেওয়া হয়নি : ঢাকা বোর্ডের চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ২০২৪ সালের তুলনায় এবারের ফলাফলে অকৃতকার্য হয়েছে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী; কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেছেন, এবার অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। আমরাও পরীক্ষকদের  অনুরোধ জানিয়েছি যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য। যে কারণে এবারের ফলাফলে উঠে এসেছে আসল চিত্র

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, ‘প্রকৃত ও সত্য যে ফলাফল সেটিই এবার প্রকাশিত হয়েছে। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। যে কারণে সামগ্রিকভাবে এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।’

সাংবাদিকদের করা আরেক প্রশ্নে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, বিগত সরকারের আমলে কী হয়েছে, সেটি আমরা বলব না। তবে, বর্তমান ফলাফলের যে তথ্য দিয়েছি সেটিই প্রকৃত। যা হয়েছে, সেটিই উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে, আমাদের কোনো হাত নেই। আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে, রেজাল্ট যা হবে, সেটিই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।

এদিকে গত বছর যেখানে যেখানে ১৭ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল, সেখানে এবার অকৃতকার্যের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া, গত বছর যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছিল, এবার সেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। 

শুধু তাই নয়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর যেখানে শূন্য পাসের রেকর্ড গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি, এবার সেখানে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি।

উল্লেখ্য, এবছর এসএসসি ও সমমান পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর