Logo

শিক্ষা

কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:০০

কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট

ছবি : সংগৃহীত

বন্যার কারণে ১০ জুলাই স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির একটি পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর