Logo

শিক্ষা

ওয়েবসাইটে এখনও শিক্ষা সচিব জোবায়ের, জারি হয়নি অপসারণের নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:০৫

ওয়েবসাইটে এখনও শিক্ষা সচিব জোবায়ের, জারি হয়নি অপসারণের নির্দেশনা

ছবি : শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও সরকারিভাবে এখনো তা কার্যকর হয়নি। এই প্রতিবেদন লেখার সময় বুধবার (২৩ জুলাই) সকাল ৮:০৫ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব’ হিসেবে সিদ্দিক জোবায়েরের নাম ও ছবি দেখা গেছে। 

অথচ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তথ্য উপদেষ্টা  ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিদ্দিক জোবায়েরের প্রসঙ্গে এক স্ট্যাটাসে লেখেন, ‘ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে।’ একই পোস্টে তিনি জানান, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে এবং শিক্ষার্থীদের ৬ দফা দাবিও আমলে নেওয়া হচ্ছে।

তবে তথ্য উপদেষ্টার এই দাবির ১৬ ঘণ্টা পার হলেও শিক্ষা মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এসব মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি। নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়েও গণমাধ্যমকে এখনো কিছু জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, ‘তথ্য উপদেষ্টার স্ট্যাটাস থেকেই আমরা বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালি এখনো কোনো নির্দেশনা পাইনি।’ 

এদিকে মঙ্গলবার দুপুর থেকে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভে নামে। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে পার্কিংয়ে থাকা গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আন্দোলনকারীদের অভিযোগ, মাইলস্টোন ট্র্যাজেডি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চরম দায়িত্বহীনতা দেখিয়েছে। তারা দাবি তোলেন, দোষীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা হোক এবং শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান শুরু হোক।

এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর