Logo

শিক্ষা

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০৯

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়। শিক্ষার্থীরা রোল নম্বর ব্যবহার করে অনলাইনে সহজেই ফলাফল দেখতে পারছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ফল প্রকাশের প্রথম দিকে অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে ঢুকতে সমস্যার কথা জানিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ভিসিটারের কারণে সাময়িক সমস্যা হয়েছিল যা দ্রুত সমাধান করা হয়েছে।

ফল দেখার জন্য বোর্ডগুলোর ওয়েবসাইটের তালিকা 

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। একই সঙ্গে পুনঃনিরীক্ষণের খাতার সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে।

বিষয়ভিত্তিক আবেদনসমূহের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে গণিতে (৪২ হাজার ৯৩৬টি), এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে (প্রতিটি ১৯ হাজার ৬৮৮টি), পদার্থবিজ্ঞানে (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, এবং ওএমআর শিটে নম্বর ঠিকঠাক উঠেছে কি না— এসব বিষয় যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছেন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিজ তথ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর