Logo

শিক্ষা

গাজীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:১৭

গাজীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গতকাল শুক্রবার (২২ আগস্ট) চান্দরা চৌরাস্তা ইদারাতুল কুরআন মাদরাসায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। মাওলানা শাহাদাত খানের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চাওনায় প্রধান অতিথি হিসেবে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মুফতি মাসউদুল করিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সেজন্য শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে। নৈতিক শিক্ষা ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।’

তারা আরও বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সবসময় মেধাবী ও আদর্শ শিক্ষার্থীদের পাশে থেকেছে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয় ঘটিয়েই আমরা আলোকিত বাংলাদেশ গড়তে চাই। এই সংবর্ধনা শিক্ষার্থীদের আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতি নাছির উদ্দীন খান। আরও উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ মিয়াজী, মাওলানা আবু নাঈম কাসেমী, মুফতি সাব্বির আহমদ, মাওলানা আবু সুফিয়ান মানসুর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, মহানগর সহসভাপতি মাওলানা তামিমে দারী, প্রচার সম্পাদক আজওয়াদ জাহানসহ জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর