প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমছে, সাপ্তাহিক ছুটি ২ দিন বহাল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল থাকছে। তবে শিক্ষাপঞ্জিতে থাকা অন্যান্য অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক স্তরে স্বাক্ষরতা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে। বর্তমানে ৩৬৫ দিনের মধ্যে স্কুল খোলা থাকে মাত্র ১৮০ দিন। এর ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পড়াশোনা করতে পারছে না। তাই আমরা শিক্ষাপঞ্জিতে থাকা অপ্রয়োজনীয় ছুটি কমানোর চেষ্টা করছি।’
সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে এক দিন করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত লক্ষ্য হচ্ছে ক্যালেন্ডারের ছুটি কিছুটা কমানো। সাপ্তাহিক ছুটি কমানো কঠিন, কারণ সব শিক্ষা প্রতিষ্ঠান একই নীতিতে চলে। তবে শিক্ষকদের পক্ষ থেকে নন-ভ্যাকেশন ডিপার্টমেন্টে রূপান্তরের দাবি রয়েছে। এতে সরকারের আর্থিক বিষয়ও জড়িত। তাই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
তিনি আরও জানান, কোন কোন দিন ছুটি কমানো হবে তা চূড়ান্ত হলে পরে জানানো হবে।
ডিআর/এমএইচএস