Logo

শিক্ষা

নৈতিক শিক্ষাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে : আদিলুর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩

নৈতিক শিক্ষাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে : আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নৈতিক শিক্ষাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে।’ তিনি গাজা উপত্যকায় নির্যাতিতদের দুর্দশা ঘোচাতে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

রাজধানীর উত্তরা দারুল আরকাম আল-ইসলামিয়ার উদ্যোগে আল-আজহারগামী ছাত্রদের সংবর্ধনা ও কৃতিছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশরের রাষ্ট্রদূত মোহাম্মদ ওমর আহমেদ ফাহমি। তিনি বলেন, ‘দারুল আরকামের অবদান শিক্ষার্থীদের শিক্ষায় অপরিসীম। প্রতিষ্ঠানটির নিষ্ঠা ও দূরদর্শিতা তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ তিনি আরও যোগ করেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়নে পারস্পরিক শিক্ষা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমান, পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, জ্বালানি সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হকসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অতিথিরা দারুল আরকামের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নৈতিক ও যুগ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন।

সমাপনী বক্তব্যে মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ সানাউল্লাহ আযহারী বলেন, দারসে নেযামী, জাতীয় কারিকুলাম ও আল-আযহারের সমন্বয়ে একটি কার্যকর ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়াই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও উম্মাহর খেদমতে কাজ করবে।

অনুষ্ঠানে আল-আজহারগামী প্রতিটি শিক্ষার্থীকে যাতায়াত বাবদ ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া ৪ জন এবং বেফাকুল মাদারিস আল আরাবিয়ার মেধাতালিকায় স্থান পাওয়া ১২ জনকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, ঢাকার উত্তরার দারুল আরকাম আল-ইসলামিয়ার সাথে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমতা চুক্তি রয়েছে। যার ফলে এ প্রতিষ্ঠানের সনদ দিয়ে সরাসরি আল-আযহারে ভর্তি সম্পন্ন করা যায়। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ২৪ জন শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদিলুর রহমান খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর