Logo

শিক্ষা

‘শিক্ষা কোটায়’ একাদশ শ্রেণিতে ভর্তি স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

‘শিক্ষা কোটায়’ একাদশ শ্রেণিতে ভর্তি স্থগিত

ছবি : সংগৃহীত

হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ মেনে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ‘শিক্ষা কোটায়’ ভর্তি স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।  

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইকিউ-২ কোটা সংক্রান্ত ভর্তি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় উল্লেখ ছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এ কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত নির্দেশনাটি কার্যকর হবে না।

শিক্ষা কোটা-২ মূলত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে এতে ব্যবসায়ী ও বেসরকারি চাকরিজীবীদের সন্তানরাও আবেদন করেছেন। অভিযোগ রয়েছে, অনেকেই ভুয়া সনদপত্র দেখিয়ে কলেজে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আদালতের নজরে আসে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর