ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা এবং জাতীয় পর্যায়ে গবেষণার অগ্রগতির লক্ষ্য বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিজ্ঞান, প্রযুক্তি ও বহুমাত্রিক শিক্ষার বিস্তারের প্রয়োজনীয়তা তুলে ধরে এতে বলা হয়েছে, রাজধানীতে একটি স্বতন্ত্র সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার অভিজ্ঞতার পর এ উদ্যোগকে আরও গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশন না থাকায় এবং বিষয়টি জরুরি হওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এ অধ্যাদেশ জারি করবেন।
আইনটির সংক্ষিপ্ত শিরোনাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এবং এটি জারির পরই কার্যকর হবে।
অধ্যাদেশের খসড়া দেখতে ক্লিক করুন এখানে।
খসড়া অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস নির্দিষ্ট সময়— দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত— ব্যবহার করে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
এসআইবি/