Logo

শিক্ষা

মাউশি ভেঙে ২ অধিদপ্তর, ৬ সদস্যের কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:০৪

মাউশি ভেঙে ২ অধিদপ্তর, ৬ সদস্যের কমিটি গঠন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুইটি পৃথক অধিদপ্তর গঠন করা হচ্ছে। একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা এই পরিকল্পনায় সদয় সম্মতি দিয়েছেন। এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা নতুন অধিদপ্তরের গঠন, কার্যক্রম ও দায়িত্বভার নির্ধারণ করবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন গঠিত কমিটি প্রাথমিকভাবে পরিকল্পনা তৈরি করবে এবং প্রয়োজনীয় আইন ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করবে।

বিস্তারিত তথ্য এবং সময়সূচি পরে জানানো হবে।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর