Logo

শিক্ষা

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ইসির কর্মচারী বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ইসির কর্মচারী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবু সুফিয়ান মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম, অবৈধ অর্থ গ্রহণ ও জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এ অভিযোগের গুরুত্ব ও অপরাধের প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন।

বরখাস্ত আদেশ ১২ অক্টোবর জারি করা হলেও তা পরদিন অর্থাৎ ১৩ অক্টোবর প্রকাশ করা হয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্ত থাকা অবস্থায় মো. আবু সুফিয়ান মোল্লা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা এবং অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন। এছাড়া নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যারা নিয়োগ পরীক্ষায় অনিয়ম বা জালিয়াতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পদক্ষেপকে জনস্বার্থ রক্ষা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে দেখানো হয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর