Logo

শিক্ষা

এইচএসসি ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭

এইচএসসি ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইল এসএমএস, ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল নিজ নিজ বোর্ড থেকে সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরে ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে মোবাইলে এসএমএসের মাধ্যমে HSC [স্পেস] বোর্ডের নামের প্রথম তিন অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন। এছাড়া ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেন। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। স্থগিত কিছু পরীক্ষার নতুন সূচি ঘোষণার পর সব পরীক্ষা আগস্টের মধ্যে শেষ হয়। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে— ওয়েবসাইট https://rescrutinu.eduboardresult.gov.bd-এর মাধ্যমে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল প্রদান করা হবে না।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ৫ জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন, মাদ্রাসা বোর্ডে (আলিম) ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী।

আজ দেশের সব বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর