Logo

শিক্ষা

২০২ প্রতিষ্ঠানে এইচএসসি পাস করেনি কোনো শিক্ষার্থী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৫

২০২ প্রতিষ্ঠানে এইচএসসি পাস করেনি কোনো শিক্ষার্থী

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান সংখ্যা বেড়ে ২০২-এ পৌঁছেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬৫। অর্থাৎ, এক বছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৭টি বেড়েছে। অন্যদিকে, শতভাগ পাস করেছে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ঢাকা শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পরীক্ষা শেষ হওয়ার পর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এইচএসসিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৩০২, যা গত বছরের ৯ হাজার ১৯৭টির চেয়ে কিছুটা বেশি। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮০০। গত বছর শতভাগ পাস করেছিল ১,৩৮৮টি প্রতিষ্ঠান।

নির্দিষ্ট বোর্ড অনুযায়ী শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা এভাবে
নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। তারা ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের ১,৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২, যা গত বছরের তুলনায় ১,৯৭৪ জন কম। তারা ২,৬৮২টি মাদ্রাসার ৪৫৯টি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন।

কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন। তারা ১,৮২৪টি প্রতিষ্ঠানের ৭৩৩টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম।

সংবাদ সম্মেলনে বোর্ডের কর্মকর্তা আরও বলেন, ‘এই ফলাফল শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রয়োজনীয়তা আরও সুস্পষ্ট করে তুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন।’

এর ফলে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার কমে গেলেও শতভাগ পাস করা প্রতিষ্ঠানও রয়েছে। শিক্ষাবোর্ড ভবিষ্যতে শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর