এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
পাসের হার সর্বোচ্চ মাদ্রাসা বোর্ডে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৪
ফাইল ছবি (সংগৃহীত)
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাসের হার ধরা পড়েছে ৭৫.৬১ শতাংশ। অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম, মাত্র ৪৮.৮৬ শতাংশ।
শিক্ষা বোর্ড অনুযায়ী পাসের হার : ঢাকা ৬৪.৬২%, রাজশাহী ৫৯.৪০%, কুমিল্লা ৪৮.৮৬%, যশোর ৫০.২০%, চট্টগ্রাম ৫২.৫৭%, বরিশাল ৬২.৫৭%, সিলেট ৫১.৮৬%, দিনাজপুর ৫৭.৪৯%, ময়মনসিংহ ৫১.৫৪% এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭%।
এবারের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছেন।
নির্দিষ্ট বোর্ড অনুযায়ী শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা
- সাধারণ ৯টি বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। তারা ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের ১,৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম।
- মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের তুলনায় ১,৯৭৪ জন কম। তারা ২,৬৮২টি মাদ্রাসার ৪৫৯টি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন।
- কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন। তারা ১,৮২৪টি প্রতিষ্ঠানের ৭৩৩টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম।
লিখিত পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে বোর্ডভিত্তিক পার্থক্য লক্ষ্যণীয়, যেখানে মাদ্রাসা বোর্ড শিক্ষার্থীদের পারফরম্যান্সের ক্ষেত্রে শীর্ষে থাকলেও কুমিল্লা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য কমতি দেখা দিয়েছে।
এমএইচএস

