Logo

শিক্ষা

জিপিএ ফাইভে এগিয়ে ঢাকা, কমেছে পাসের হার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪২

জিপিএ ফাইভে এগিয়ে ঢাকা, কমেছে পাসের হার

ছবি : বাংলাদেশের খবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের চেয়ে ১৮.৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন, যা ২০২৪ সালের এক লাখ ৪৫ হাজার ৯১১ জনের তুলনায় ৭৬ হাজার ৮১৪ কম। জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা বোর্ড শীর্ষে রয়েছে, ২৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্য বোর্ডগুলো হলো: রাজশাহী ১০ হাজার ১৩৭, দিনাজপুর ৬ হাজার ২৬০, চট্টগ্রাম ৬ হাজার ৯৭, যশোর ৫ হাজার ৯৯৫, মাদ্রাসা ৪ হাজার ২৬৮, কুমিল্লা ২ হাজার ৭০৭, ময়মনসিংহ ২ হাজার ৬৮৪, বরিশাল ১ হাজার ৬৭৪, কারিগরি ১ হাজার ৬১০, সিলেট ১ হাজার ৬০২।

ফলাফল জানা যাবে অনলাইনে www.educationboardresults.gov.bd, শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে এবং এসএমএসে। পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছেন। পরীক্ষার কেন্দ্র সংখ্যা ২ হাজার ৭৯৭, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অংশ নেননি।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর