Logo

শিক্ষা

কওমি মাদরাসার মূল পাঠ্য

Icon

কাজী সিকান্দার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮

কওমি মাদরাসার মূল পাঠ্য

কওমি মাদরাসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দ্বীনের সব শাখায় কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এ জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সবই এ শিক্ষার মূল পাঠ্য, তথা কুরআন ও হাদিস। এ কুরআন ও হাদিস বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল বা বাস্তবায়ন করাই কেবল কওমি মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য। যার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায়। কারণ যার ওপর আল্লাহ সন্তুষ্ট সেই পৃথিবীর শ্রেষ্ঠ ও ভালো মানুষ। সেই সত্যিকারের দেশপ্রেমিক। সেই দেশের সর্বোচ্চ নাগরিক। সেই আসল শিক্ষিত। সেই হলো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। নিচে কিছুটা বিস্তারিতভাবে কওমি মাদরাসার মূল পাঠ্য উল্লেখ করা হলো।

১. কুরআন ও হাদিস : এ পাঠ্যই ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের। গারে হেরার পাঠ্য ছিল কেবলই কুরআন। দারুল আরকাম ও আসহাবে সুফফা তথা মসজিদে নববির পাঠ্য ছিল কুরআনের সঙ্গে হাদিসও। কারণ সারা পৃথিবী, ইহজগত ও সব জগতের কল্যাণ নিহিত এ কুরআন ও হাদিসের মধ্যে। সব জ্ঞানের মূল উৎস হলো কুরআন ও হাদিস। সকল বিজ্ঞানের মহাবিজ্ঞান হলো কুরআন ও হাদিস।সকল সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য হলো কুরআন ও হাদিস। তাই এ কুরআন-হাদিসই কওমি মাদরাসার পাঠ্যবিষয়।

২. তাজবিদুল কুরআন : আল্লাহ তাআলার নির্দেশ কুরআন যেন সহীহ-শুদ্ধ করে পড়া হয়। তোমরা কুরআনকে তারতিলের সঙ্গে পাঠ করো। এ তারতিলের সঙ্গে পড়তে হলে শিখতে হবে ইলমুত তাজবিদ। তাই ইলমুত তাজবিদও কওমি মাদরাসার পাঠ্য।

৩. তাফসিরুল কুরআন  : কুরআন বোঝার জন্য প্রয়োজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কুরআনের ব্যাখ্যা 'হাদিস' বোঝা। সাহাবায়ে কেরাম (রা.) ও যুগে যুগে বিজ্ঞ ইমাম, ফকিহ-মুফাসসিরগণের কুরআনের ব্যাখ্যা জানা প্রয়োজন।

৪. উসুলুত তাফসির ওয়াল হাদিস : তাফসির ও হাদিস বুঝতে হলে প্রয়োজন তাফসির ও হাদিস বোঝার নিয়ম-কানুন জানা। তাই উসুলুত তাফসির ও উসুলুল হাদিস বা ইলমুল হাদিস হলো কওমি মাদরাসার পাঠ্য।

৫. আরবি ভাষা শিক্ষা : অনারব যারা আরবি ভাষাভাষী তাদের আরবি ভাষা শিখতে হয়। কারণ কুরআন হাদিস যেহেতু আরবি ভাষায় রচিত। তাই প্রথমে আরবি ভাষা শিখতে হবে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর