Logo

শিক্ষা

বেতন কমিশন ২০২৫

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ১০ প্রস্তাব

Icon

এম এন সিদ্দিক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪২

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ১০ প্রস্তাব

বেতন কমিশনের কাছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে ১০ দফা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সকল প্রধান শিক্ষক সংগঠনের পক্ষে গতকাল বেতন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠককালে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

দাবিসমূহের মধ্যে রয়েছে-

১. ১ : ৪ অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ১ লাখ ৪০ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল ২০২৫ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা।

২. বেতন গ্রেড ২০টি থেকে ১০/১২টিতে নামিয়ে আনা।

৩. সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল রাখা।

৪. বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ১০% হারে প্রতি বছর বৃদ্ধি করা।

৫. বাড়ি ভাড়া মহানগরে মূল বেতনের ১০০%, বিভাগীয় শহরে ৯০% , জেলা শহরে ৮০%, উপজেলা বা থানা শহরে ৭০% করা।

৬. চিকিৎসা ভাতা ১২ হাজার টাকা বা মূল বেতনের ২০% হারে নির্ধারণ করা।

৭. শিক্ষা ভাতা ২ সন্তানের ক্ষেত্রে ১০ হাজার টাকা অথবা মূল বেতনের ২০% হারে এবং এক সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা বা মূল বেতনের ১০% হারে নির্ধারণ।

৮. প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি পাওয়ার বিধান যুক্ত করা। একইভাবে শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটি থেকে কর্তন না করা।

৯. পেনশন ৯০% এর পরিবর্তে ১০০৫ এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা। একই সঙ্গে বিগত সরকারের ৫০% আনুতোষিকের অর্থ সমর্পণ ছাড়া ১০০% অর্থ পরিশোধের দাবি করা হয়।

এছাড়া প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা দেওয়ারও দাবি জানান তারা। জমা দেওয়া প্রস্তাবপত্রে সই করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম; আরেক অংশের সভাপতি মো. বদরুল আলম, মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।

অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে-কমিশন গঠন করেছে। এ কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে। এর আগে ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১০ বছরে দ্বিতীয় কোনো কমিশন গঠন হয়নি।

বিকেপি/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর