পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি- বাংলা

বেলাল হোসাইন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৪

সুপ্রিয় বৃত্তি পরীক্ষার্থীবৃন্দ,
শুভেচ্ছা নিও। আজকের এই লেখায় পঞ্চম শ্রেণির বাংলা সংক্ষিপ্ত প্রশ্ন- উত্তর নিয়ে আলোচনা করা হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রশ্নপত্রের ৭ নম্বরে আসবে, যেখানে শিক্ষার্থীদের মূল বইয়ের গল্প বা কবিতা থেকে প্রশ্ন দেওয়া হবে। শিক্ষার্থীদের অতি সংক্ষেপে উত্তর লিখতে হবে। ৪টি বিস্তৃত প্রশ্নের জন্য মোট ৮ নম্বর বরাদ্দ থাকবে।
পঞ্চম শ্রেণির বাংলা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন-
এই দেশ এই মানুষ
১. আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি? আমরা সৌভাগ্যবান কেন?
উত্তর : আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা বাংলাদেশে জন্মেছি বলেই সৌভাগ্যবান।
২. বাংলাদেশের লোকেরা কোন ভাষায় কথা বলে?
উত্তর : বাংলাদেশের লোকেরা বাংলা ভাষায় কথা বলে। এছাড়া অনেক ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে, যারা তাদের নিজেদের ভাষায় কথা বলে।
৩. বাংলাদেশে কোন কোন ধর্মের মানুষ রয়েছে?
উত্তর : বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ রয়েছে।
৪. বাংলাদেশের মানুষের পেশা কেমন? আমরা কাদের শ্রদ্ধা করব?
উত্তর : বাংলাদেশের মানুষের পেশা বিচিত্র। আমরা সকল পেশার মানুষদের সম্মান করব।
৫. কোন দেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি?
উত্তর : বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি।
সংকল্প
১. ‘সংকল্প’ শব্দের অর্থ কী? ‘সংকল্প’ কবিতার লেখক কে?
উত্তর : ‘সংকল্প’ শব্দের অর্থ প্রতিজ্ঞা। ‘সংকল্প’ কবিতার লেখক কাজী নজরুল ইসলাম।
২. কবি কোথায় থাকবেন না? কবি কী জানতে চান?
উত্তর : কবি বদ্ধ ঘরে থাকবেন না। কবি বিশ্বের সকল কিছু জানতে চান।
৩. হাউই চড়ে কবি কোথায় যেতে চান? মঙ্গল হতে কী উড়ে আসছে?
উত্তর : হাউই চড়ে কবি অচিনপুরে যেতে চান। মঙ্গল হতে ইঙ্গিত উড়ে আসছে।
৪. অচিনপুর কোথায়? কবি সেখানে কীভাবে যেতে চান?
উত্তর : অচিনপুর চন্দ্রলোকে। কবি হাউই চড়ে সেখানে যেতে চান।
৫. কবি কী ফেড়ে নামবেন? কবি কী ফুঁড়ে উঠবেন?
উত্তর : কবি পাতাল ফেড়ে নামবেন। কবি আকাশ ফুঁড়ে উঠবেন।
সুন্দরবনের প্রাণী
১. বাংলাদেশের সমুদ্রের কোল ঘেঁষে কোন বন গড়ে উঠেছে? এখানে কী রয়েছে?
উত্তর : বাংলাদেশের সমুদ্রের কোল ঘেঁষে সুন্দরবন গড়ে উঠেছে। এখানে রয়েছে প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, নানা প্রাণী ও জীবজন্তু।
২. অস্ট্রেলিয়ার সঙ্গে কোন প্রাণীর নাম জড়িত?
উত্তর : অস্ট্রেলিয়ার সঙ্গে ক্যাঙ্গারুর নাম জড়িত।
৩. রয়েল বেঙ্গল টাইগার কোথায় ঘুরে বেড়ায়?
উত্তর : রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্যাঁতসেঁতে গোলপাতার বনে ঘুরে বেড়ায়।
৪. চিত্রা হরিণ বলে কোন হরিণকে?
উত্তর : যে হরিণের বড় বড় শিং, গায়ে ফোঁটা ফোঁটা দাগ তাকে চিত্রা হরিণ বলে।
৫. বর্তমানে বাংলাদেশের কোথায় হাতি দেখতে পাওয়া যায়?
উত্তর : বর্তমানে বাংলাদেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়।
হাতি আর শিয়ালের গল্প
১. মানুষ একটু একটু করে কী হচ্ছিল? তারা কী শিখছিল?
উত্তর : মানুষ একটু একটু করে সভ্য হচ্ছিল। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়- তারা সেসব নিয়ম-কানুন শিখছিল।
২. নতুন হাতিটা বনে ঢোকার আগে বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?
উত্তর : নতুন হাতিটি বনে ঢোকার আগে বনের পাখি আর প্রাণীদের দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল।
৩. হাতিটার শরীর কেমন ছিল? হাতির পাগুলো কেমন ছিল?
উত্তর : হাতিটার শরীর ছিল বিশাল। হাতির পাগুলো ছিল বটপাকুড় গাছের মতো মোটা।
৪. হাতির শুঁড় কেমন লম্বা ছিল?
উত্তর : হাতির শুঁড় এতটাই লম্বা ছিল যে আকাশের গায়ে বুঝি ঠেকবে।
৫. হাতিটা কোথা থেকে এসেছিল? হাতিটার মেজাজ কেমন ছিল?
উত্তর : হাতিটা তাড়া খেয়ে অন্য একটি বন থেকে এসেছিল। হাতিটার মেজাজ ছিল দারুণ তিরিক্ষি।
ফুটবল খেলোয়াড়
১. ইমদাদ হক কী খেলে? সে কেমন খেলোয়াড়?
উত্তর : ইমদাদ হক ফুটবল খেলে। সে একজন জাত খেলোয়াড়।
২. ইমদাদ হকের খ্যাতি কোথায় লেখা? সন্ধ্যাবেলায় ইমদাদ হককে বিছানায় কী অবস্থায় দেখা যায়?
উত্তর : ইমদাদ হকের খ্যাতি লেখা তার হাতে-পায়ে-মুখে শত আঘাতের ক্ষতে। সন্ধ্যাবেলায় ইমদাদ হককে বিছানায় দেখা যায় তার হাতে-পায়ে পট্টি বেঁধে শরীরে গিটে গিটে মালিশ মাখছে।
৩. ইমদাদ হক কোথায় থাকে? গোলটি কে করেছিল?
উত্তর : ইমদাদ হক মেসে থাকে। গোলটি করেছিল ইমদাদ হক।
৪. দুটি বাক্যে ইমদাদ হকের পরিচয় দাও।
উত্তর : জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য।
৫. খেলা শেষে দর্শকরা কীভাবে ছুটে চলেছে? খেলা শেষে ইমদাদ হক কীভাবে মেসে আসে?
উত্তর : খেলা শেষে দর্শকরা মহাকলরব করে ছুটে চলেছে। খেলা শেষে ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে মেসে আসে।
বীরের রক্তে স্বাধীন এ দেশ
১. কিশোর বেলায় নূর মোহাম্মদ শেখ কেমন ছিলেন? নূর মোহাম্মদ বাবা-মায়ের কততম সন্তান ছিলেন?
উত্তর : কিশোর বেলায় নূর মোহাম্মদ শেখ ছিলেন দুরন্ত। নূর মোহাম্মদ ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।
সবার আমি ছাত্র
১. খোলা মাঠ আমাদের কী উপদেশ দেয়?
উত্তর : খোলা মাঠ আমাদের দিলখোলা হতে শিক্ষা দেয়।
২. চাঁদ আমাদের কী শেখায়?
উত্তর : চাঁদ আমাদের মধুর কথা বলতে শেখায়।
৩. মাটির কাছে আমরা কী শিক্ষা পাই?
উত্তর : মাটির কাছে সহিষ্ণুতা শিক্ষা পাই।
৪. পাহাড় আমাদের কী শেখায়?
উত্তর : পাহাড় আমাদের মৌন-মহান হতে শেখায়।
৫. দিবারাত্রি কী শিখছি?
উত্তর : দিবারাত্রি নানান জিনিস শিখছি।
২. নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দিলেন?
উত্তর : নূর মোহাম্মদ শেখ ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিলেন।
৩. নূর মোহাম্মদ এক হাতে কাকে কাঁধে তুলে নিয়ে অন্য হাতে গুলি চালাতে লাগলেন?
উত্তর : পাকসেনাদের গুলিতে আহত মুক্তিযোদ্ধা নানু মিয়াকে এক হাতে কাঁধে তুলে নিয়ে নূর মোহাম্মদ অন্য হাতে গুলি চালাতে লাগলেন।
৪. নূর মোহাম্মদের পায়ে কীসের গোলা লেগেছিল? নূর মোহাম্মদের পায়ের অবস্থা কেমন হয়েছিল?
উত্তর : নূর মোহাম্মদের পায়ে মর্টারের গোলা লেগেছিল। মর্টারের গোলার আঘাতে নূর মোহাম্মদের পা চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।
৫. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম তারিখ কখন?
উত্তর : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর জন্ম তারিখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি।
শখের মৃৎশিল্প
১. কোথায় পয়লা বৈশাখে মেলা বসে? মেলা কখন বসে?
উত্তর : আনন্দপুরে পয়লা বৈশাখে মেলা বসে। মেলা বসে সকালে।
২. মাটির জিনিস পোড়ানোর চুলা কেমন?
উত্তর : মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট্ট ঢিবির মতো।
৩. লেখকের সঙ্গে কারা ছিল? লেখকদের কে মেলায় নিয়ে গিয়েছিলেন?
উত্তর : লেখকের সঙ্গে মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন ছিল। লেখকদের মেলায় নিয়ে গিয়েছিলেন লেখকের মামা।
৪. লেখকের মামার কাঁধে কী ছিল? এর মধ্যে কী ছিল?
উত্তর : লেখকের মামার কাঁধে ছিল ঝোলানো একটি ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল ছবি আঁকার জিনিস, আর একটা বাঁশি।
৫. লেখকের মামা কোথায় পড়েন?
উত্তর : লেখকের মামা ঢাকার চারুকলা ইনস্টিটিউটে পড়েন।
শব্দদূষণ
১. গাছে কারা সারা দিনভর ডাকে? মোরগের ডাক কখন শোনা যায়?
উত্তর : গাছে শত পাখি সারা দিনভর ডাকে। ভোরে মোরগের ডাক শোনা যায়।
২. কুকুরের দল কখন ডাকে? তারা কীভাবে ডাকে?
উত্তর : কুকুরের দল নিশিরাতে ডাকে। তারা জোরে জোরে ডাকে।
৩. কারা মিলে কিচির মিচির করে? ঘুঘু আর টুনটুনির কী শোনা যায়?
উত্তর : দোয়েল চড়–ই মিলে কিচির মিচির করে। ঘুঘু আর টুনটুনির গান শোনা যায়।
৪. শহরের পাতিকাক কী করে?
উত্তর : শহরের পাতিকাক ঝাঁকে ঝাঁকে ডাকে।
৫. কেন ঘুম দেওয়া মুশকিল?
উত্তর : শহরে নানা ধরনের অসংখ্য যানবাহন চলে। এসব যানবাহনের হর্নের হাঁকে ঘুম দেয়া মুশকিল।
স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা
১. আমরা কত সালে স্বাধীনতা অর্জন করি?
উত্তর : আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করি।
২. আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন কোনটি? এ দিনে কী ঘটেছিল?
উত্তর : আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন হলো ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনে আমরা দেশকে পুরাপুরি শত্রমুক্ত করে বিজয় অর্জন করেছিলাম।
৩. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা কী অর্জন করি? এ অর্জনের পূর্বে দেশবাসীকে কী করতে হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা দেশকে পুরাপুরি শত্রমুক্ত করে বিজয় অর্জন করি। এ বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করতে হয়েছিল।
৪. আমাদের স্বাধীনতা কাদের রক্তে ভেজা?
উত্তর : আমাদের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী-পুরুষ-শিশুর রক্তে ভেজা। তাদের প্রাণের বিনিময়ে আজ স্বাধীন দেশে বাস করতে পারছি।
৫. পাকিস্তানি সৈন্যরা বিশেষ পরিকল্পনা অনুসারে কাদের হত্যা করে?
উত্তর : পাকিস্তানি সৈন্যরা বিশেষ পরিকল্পনা অনুসারে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের তথা বুদ্ধিজীবীদের হত্যা করে।
স্বদেশ
১. কবি কখন বাংলার চিরচেনা ছবিটি আঁকেন? এই ছবিটি কীসে কেনা নয়?
উত্তর : বাংলার চির চেনা ছবিটি কবি যখন খুশি তখনই আঁকেন। এই ছবিটি কড়িতে কেনা নয়।
২. এক পাশে জারুল গাছ অন্য পাশে কী?
উত্তর : এক পাশে জারুল গাছ অন্য পাশে দুটি হলুদ পাখি।
৩. কীসের শেষ নেই? নানান কাজের মানুষগুলোর বেশ কেমন?
উত্তর : মাঠের শেষ নেই। নানান কাজের মানুষগুলোর বেশ নানা রকম।
৪. মাঠের মানুষ কোথায় যায়? হাটের মানুষ কোথায় যায়?
উত্তর : মাঠের মানুষ মাঠে যায়। হাটের মানুষ হাটে যায়।
৫. ছবির মতো দেশ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর : নদী-নালা, পাহাড়-পর্বত সব মিলে বাংলাদেশ ছবির মতো সুন্দর। তাই একে ছবির মতো দেশ বলা হয়েছে।
কাঞ্চনমালা আর কাঁকনমালা
১. রাজার কয়জন পুত্র ছিল? রাজপুত্রের সঙ্গে রাজ্যের কার ভাব ছিল?
উত্তর : রাজার একজন পুত্র ছিল। রাজপুত্রের সঙ্গে রাজ্যের রাখাল ছেলের খুব ভাব ছিল।
২. কারা পরস্পরকে ভালোবাসে?
উত্তর : রাখাল ছেলে আর রাজপুত্র পরস্পরকে ভালোবাসে।
৩. রাখাল মাঠে কী করে? রাজপুত্র রাখালের জন্য কোথায় অপেক্ষা করে?
উত্তর : রাখাল মাঠে গরু চরায়। রাজপুত্র রাখালের জন্য গাছতলায় বসে অপেক্ষা করে।
৪. রাখাল কখন বাঁশি বাজায়? রাজপুত্র তার বন্ধু রাখালের বাঁশির সুর কীভাবে শোনে?
উত্তর : রাখাল নিঝুম দুপুরে বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের বাঁশির সুর রাখালের গলা জড়িয়ে ধরে বসে শোনে।
৫. রাজপুত্র তার বন্ধু রাখালের কাছে কী প্রতিজ্ঞা করে?
উত্তর : রাজপুত্র তার বন্ধু রাখালের কাছে প্রতিজ্ঞা করে- বড় হয়ে সে রাজা হলে রাখালকে মন্ত্রী বানাবে।
লেখক : প্রতিষ্ঠাতা- কোর্সটিকা
বিকেপি/এনএ