Logo

শিক্ষা

শুধু নগদ নয়, সকল এমএফএসে প্রাথমিকের উপবৃত্তি

Icon

মো. আতিকুর রহমান

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০১

শুধু নগদ নয়, সকল এমএফএসে প্রাথমিকের উপবৃত্তি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে আবারও পুরনো ধারায় ফিরে যাচ্ছে সরকার। এবার উপবৃত্তি প্রদান করা হবে নগদ, বিকাশ, রকেট, উপায়, এমক্যাশসহ সব ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ।

অভিভাবকদের হাতে সরাসরি টাকা-
প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের নিবন্ধিত মোবাইল একাউন্টে সরাসরি উপবৃত্তির টাকা পাঠানো হবে। ফলে ব্যাংক বা বিদ্যালয়ে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। অভিভাবকরা নিজের পছন্দের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই টাকা তুলতে পারবেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত-
ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি অর্থপ্রদানের রেকর্ড সংরক্ষিত থাকবে, যা দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের সুযোগ কমিয়ে আনবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ উপবৃত্তি বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

সময় ও খরচ সাশ্রয়-
অভিভাবকদের জন্য এটি হবে সময় ও অর্থ সাশ্রয়ের একটি বড় সুযোগ। ব্যাংকে যাতায়াত, পরিবহন খরচ ও অপেক্ষার ঝামেলা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি দূরবর্তী এলাকার অভিভাবকরাও সহজে টাকা তুলতে পারবেন।

সেবার মান বৃদ্ধি ও প্রতিযোগিতা-
বিকাশ, রকেট, উপায়, এমক্যাশসহ একাধিক সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় গ্রাহকেরা নিজেদের সুবিধামতো সেবা বেছে নিতে পারবেন। এর ফলে প্রতিযোগিতা তৈরি হবে, যা সেবার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশে আরেক ধাপ অগ্রগতি-
বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ সরকারের “স্মার্ট বাংলাদেশ” ও “ডিজিটাল ফাইন্যান্স ইনক্লুশন” কর্মসূচিকে আরও এগিয়ে নেবে। উপবৃত্তি পেয়ে অভিভাবকরা যেমন উপকৃত হবেন, তেমনি গ্রামীণ অর্থনীতি ও ডিজিটাল লেনদেনের চর্চা বাড়বে।

উপবৃত্তি বিতরণে সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ তৈরি হলে তা হবে-
“সহজ, স্বচ্ছ, দ্রুত ও জনগণবান্ধব একটি পদক্ষেপ”- যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেখক : সহকারী শিক্ষক, কালারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর