ইউল্যাবের ৮ম সমাবর্তনে সনদপত্র গ্রহণ করেছেন ১৫০৮ শিক্ষার্থী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৫
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ (ইউল্যাব) এর অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় থেকে মোট ১,৫০৮ জন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে ১,১১১ জন স্নাতক এবং ৩৯৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউল্যাবের সমাবর্তন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করা হয়, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেন তাশিন হক, তিনি ৩ দশমিক ৮৬ সিজিপিএ অর্জন করে স্নাতক শেষ করেন। এ ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায় থেকে মোট দুইজন শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। সমাবর্তনে বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। পাশাপাশি, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিহা মোরশেদ ও উপাচার্য অধ্যাপক ইমরান রহমান স্নাতকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এনএ

