পঞ্চগড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেয়ালিকা প্রকাশ
আজমল আজাদ রয়েল
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৫
শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা, সুকুমার বৃত্তি ও সৃষ্টিশীলতা বিকাশে দেয়ালিকার গুরত্ব অপরিসীম। বিদ্যালয়কে শিশুবান্ধব, আকর্ষণীয় ও নিরাপদ পরিবেশ তৈরিতে দেয়ালিকা প্রকাশের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতে সংগীতশিল্পী, চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক ও ভালো উপস্থাপক করতে সৃজনশীলতা খুবই গুরত্বপূর্ণ।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা বিকাশে শিক্ষকগণের আন্তরিকতা ও নিয়মিত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। আমার চাকরি জীবনের সেরা বিদ্যালয়ের একটি ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোদা, পঞ্চগড়। বিদ্যালয়ের শিক্ষকগণ শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে সবসময় তৎপর থাকে। শিক্ষার্থীদের আবৃত্তি, ছবি অংকন, কাবিং কার্যক্রম, সংগীত, হামদ নাত ইত্যাদিতে পারফর্মেন্স খুবই ভালো।
এই দেয়ালিকা প্রকাশের মাধ্যমে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের আবেগ, অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের ১০ জন শিক্ষকের আচার-আচরণ, পাঠদান কীভাবে করায়, তা তুলে ধরেছে। শিক্ষার্থীরা তাদের দৃষ্টিকোণ থেকে শিক্ষকদের মূল্যায়ন করেছে। এর ফলে শিক্ষকগণ তাদের কর্মে আরো উজ্জীবিত ও অনুপ্রাণিত হোন। ধন্যবাদ ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আইএইচ/

