 
					ফাইল ছবি (সংগৃহীত)
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।
সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত সূচি অনুযায়ী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নীতিমালা ও পরীক্ষার কাঠামো 
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, স্বীকৃত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
অষ্টম শ্রেণির পাঠ্যসূচির ওপর ভিত্তি করে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতের পরীক্ষা হবে পৃথকভাবে, আর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় একসঙ্গে অনুষ্ঠিত হবে।
মোট নম্বর ও বৃত্তি প্রদান 
বৃত্তি পরীক্ষার মোট নম্বর ৪০০। এর মধ্যে বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০ নম্বর। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা ফি ও অন্যান্য নির্দেশনা 
পরীক্ষার মোট ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা— এর মধ্যে বোর্ড ফি ৪০০ এবং কেন্দ্র ফি ২০০ টাকা।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে। প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে।
বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের যৌথ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা (প্রতিটি বিষয়ের জন্য দেড় ঘণ্টা করে)। পরীক্ষায় অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।
পরীক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুসারে পরীক্ষা পরিচালনা করতে হবে।
এমএইচএস


 
			 
							