Logo

শিক্ষা

সন্তানের প্রাথমিক শিক্ষা হোক কওমিতে

Icon

রাশেদ বিন শফিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭

সন্তানের প্রাথমিক শিক্ষা হোক কওমিতে

জীবন বড়ই কঠিন সমীকরণ। জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের খুবই ভেবে চিন্তে পাড় করতে হয়। মানুষের এক জীবনের সাথে আরো কয়েকটি জীবন রেখা ওতপ্রোতভাবে জড়িত। ভীষণ সতর্কতা ও সাবধানতার সাথে জীবন পরিচালনা প্রয়োজন।

আবহমান জীববৈচিত্র্যের একটি ধাপে জীবন পরিক্রমায় আপনি সন্তানের বাবা অথবা মা হোন। আদর যতœ আর পরম মমতাময় আপনার সন্তানকে লালন পালন করেন। তার বয়স মাসের গণ্ডিতে যখন, সে একবার হাসলে আপনার সুখের সীমা থাকে না। যখন ছয় মাস পেরোতে লাগে আপনি ডাকলে সে  তাকায়, বাবা-মা হিসেবে আপনি তখন আনন্দে ভাসেন। সে যখন বছরের সীমানা ছাড়ে, তার ছোট্ট পায়ে এক পা দু’পা করে হাটতে শিখে, তখন আপনার কাছে তা জগতের সুখ, চোখের আরাম, দিলের সুকোন। 

এভাবেই চোখের শীতলতা প্রিয় সন্তান ধীরে ধীরে চার -পাঁচ বছরে এসে পৌঁছায়। তখন অভিভাবক হিসেবে আপনার জন্য  চ্যালেঞ্জ উপস্থিত হয়। তার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা আপনার মানসপটে বিরাজ করে। তার প্রাথমিক একাডেমিক শিক্ষা জীবন কীভাবে কোথা থেকে শুরু করবেন; সেই চিন্তায় আপনাকে কুঁড়ে খায় । আপনার সেই একান্ত  চিন্তা ভাবনার সহযোগী হিসেবে আজকের লেখাটি উপস্থাপন করা।

আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পূর্বে গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। সন্তানের পড়ালেখার পাশাপাশি আদব, আখলাক, শিষ্টাচার, সবকিছু প্রয়োজনএ। এই বয়সে যে পরিবেশ, যেরকম মাইন্ডসেট, যে ধরনের উপদেশ এবং তার আঙিনায় যেই গল্পের আসর জমবে; তা থেকে সে যা-ই শিখবে আগামীর দিনে মানুষ হিসেবে বেড়ে ওঠায় এসবের প্রভাব থাকবে বেশ বিস্তৃত।

কোমলপ্রাণে যেই শিক্ষা, দিক্ষা আর ঘটনাপ্রবাহ দাগ কাটে শেষ বয়সেও সেই শিক্ষার দিকপালে সে ছুটবে। নিজেকে মেলে ধরবে।  আপনি একজন মুসলমান, বিশ্বাসী, সচেতন গার্ডিয়ান। সুতরাং আপনার শিশুসন্তানকে সচেতন এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পরিবেশে বেড়ে ওঠার প্রতি সুদৃষ্টি রাখতে হবে আপনাকেই। কোমল প্রাণে দিতে হবে বিশ্বাসী চেতনা ও ইসলামি মূল্যবোধের শিক্ষা। আপনার সাথে তার আগামী দিনের আচরণ, সমাজে তার বিচরণ, সবকিছু তৈরি  হবে প্রাথমিক শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষকদের আদর-শাসনের মধ্য দিয়ে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের প্রাথমিক জ্ঞান অর্জন করা, প্রতিটি মুসলমানের উপর ফরজ (ইবনে মাজাহ/২২৪; মিশকাত /২১৮) আপনি গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানের হক আদায়ে অবশ্যই তাকে দ্বীনের প্রাথমিক জ্ঞান শিক্ষা দিন। আর দ্বীনি শিক্ষার আতুরঘর কওমি শিক্ষাব্যবস্থা। তাই সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য কওমি মাদরাসা বেছে নেওয়া হবে অভিভাবক হিসেবে আপনার সেরা সিদ্ধান্ত।

আমাদের অনেকের জানাশোনা সহীহ বোখারী শরীফের একটি হাদিস, “রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে কুরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।

আপনি সচেতন পার্সন হিসেবে ভাবতে হবে, আপনার সন্তান যদি শিক্ষা জীবনের শুরুতেই নিজেকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে তার শিক্ষাজীবন শুরু হয়, রাসূলের হাদিসের বরকতে, সর্বোত্তম মানুষদের সারিতে থাকায় উত্তম শিক্ষার পাশাপাশি উত্তম আখলাক ও ব্যক্তিত্ব তার মাঝে ফুটে ওঠার প্রত্যাশা রাখা যায়।

হাদিসের ভাষায় সর্বোত্তম তাঁরাই যারা কুরআন শিখে ও সেখায়। তা যেকোনো জায়গায়, যেকোনো ধরনের বিদ্যাপিঠেই হোক। তবে বাংলাদেশে কোরআন শিক্ষার সুন্দর ও বিশুদ্ধতার পাশাপাশি ছাত্র-শিক্ষকের মমতার বন্ধন দৃঢ়ভাবে কওমি শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায়। কওমি মাদরাসার শিক্ষকদের বাচ্চাদের সাথে যে হৃদ্যতা-মমতা ও আন্তরিকতা থাকে, তা অতুলনীয়।

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থায় শিশুদের প্রতি যত্ন, পরিবেশের সুন্দর্য, পজিটিভ ঘটনাপ্রবাহ এবং যুগ শ্রেষ্ঠ বিচক্ষণ মনীষাদের জীবনকাহিনীর আলাপে শিশুদের  চিন্তা, চেতনা এবং শিক্ষার আগ্রহ বাড়ানো হয়।  

কওমি মাদরাসায় প্রাথমিক দ্বীনের জ্ঞান অর্জনের পাশাপাশি যুগ চাহিদার জাগতিক সকল রকম সাধারণ জ্ঞান শিখানো হয়। জেনারেল শিক্ষার চমৎকার সমন্বয় রয়েছে কওমির প্রাথমিক (নূরানী) শিক্ষাব্যবস্থায়। আপনার সন্তান কওমি মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে দেশের যেকোনো ধরণের শিক্ষাঙ্গনে ভর্তি হতে পারবে। সুতরাং আপনার আদরের সন্তানকে ইসলামিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে প্রস্তুত করতে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হোক কওমি মাদরাসায়।

লেখক : কবি, গীতিকার, প্রাবন্ধিক, রাজনগর, মৌলভীবাজার

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর