পাঁচটি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারলে ৫ মার্ক পাওয়া যাবে।
১. এই দেশ এই মানুষ
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
ক. দেশ হলো - মতো।
খ. চাকমাদের - উৎসব।
গ. - জনম আমার জন্মেছি এই দেশে।
ঘ. বাংলাদেশের বাইরেও - অনেক আছে।
ঙ. আমাদের - ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি।
উত্তর:
ক. দেশ হলো জননীর মতো।
খ. চাকমাদের বিজু উৎসব।
গ. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
ঘ. বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে।
ঙ. আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি।
২. সংকল্প
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
ক. মরছে যে - লাখে লাখে।
খ. কেমন করে - মানুষ।
গ. কিসের - কেমন করে।
ঘ. থাকব না কো - ঘরে।
ঙ. দেশ হতে দেশ -।
উত্তর:
ক. মরছে যে বীর লাখে লাখে।
খ. কেমন করে ঘুরছে মানুষ।
গ. কিসের নেশায় কেমন করে।
ঘ. থাকব না কো বদ্ধ ঘরে।
ঙ. দেশ হতে দেশ দেশান্তরে।
৩. সুন্দরবনের প্রাণী
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. প্রাণীর নামের সাথে জড়িয়ে থাকে - নাম।
খ. ক্যাঙ্গারু বললেই মনে হয় - কথা।
গ. সিংহ বললে চোখে ভেসে ওঠে - কথা।
ঘ. বাংলাদেশের - সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন।
ঙ. দেশের জন্য জীবজন্তু, - এক অমূল্য সম্পদ।
উত্তর:
ক. প্রাণীর নামের সাথে জড়িয়ে থাকে দেশের নাম।
খ. ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা।
গ. সিংহ বললে চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা।
ঘ. বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন।
ঙ. দেশের জন্য জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ।
৪. হাতি আর শিয়ালের গল্প
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
ক. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে - বাঁধিয়ে দিয়েছে।
খ. বনের সিংহ - দিলে মানুষের মনে ভয় জাগে।
গ. কী হয়েছে, এত - হয়ে আছ কেন?
ঘ. - পতনের মূল।
ঙ. বিদ্যুৎ চমকালে - কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
উত্তর:
ক. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
খ. বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে।
গ. কী হয়েছে, এত তটস্থ হয়ে আছ কেন?
ঘ. অহংকার পতনের মূল।
ঙ. বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
৪. হাতি আর শিয়ালের গল্প
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
ক. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে - বাঁধিয়ে দিয়েছে।
খ. বনের সিংহ - দিলে মানুষের মনে ভয় জাগে।
গ. কী হয়েছে, এত - হয়ে আছ কেন?
ঘ. - পতনের মূল।
ঙ. বিদ্যুৎ চমকালে - কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
৫. ফুটবল খেলোয়াড়
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. বাম পায়ে বল - করে ডান পায়ে মারে ঠেলা।
খ. টেবিলের পরে ছোট বড় যত মালিশের -।
গ. ইমদাদ হক ফুটবল -।
ঘ. সারারাত শুধু - করে।
ঙ. মোদের মেসের ইমাদদ হক আগে ছুটে - লয়ে।
উত্তর:
ক. বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা।
খ. টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি।
গ. ইমদাদ হক ফুটবল খেলোয়াড়।
ঘ. সারারাত শুধু ছটফট করে।
ঙ. মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে।
৬. বীরের রক্তে স্বাধীন এ দেশ
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. দেশের এ - মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।
খ. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন - হাতে নির্মমভাবে নিহত হন।
গ. - তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছেন।
ঘ. মর্টারের একটা - এসে লাগল তার পায়ে।
ঙ. - এক কিশোর।
উত্তর:
ক. দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।
খ. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন রাজাকারদের হাতে নির্মমভাবে নিহত হন।
গ. জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছেন।
ঘ. মর্টারের একটা গোলা এসে লাগল তাঁর পায়ে।
ঙ. দুরন্ত এক কিশোর।
৭. সবার আমি ছাত্র
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. চাঁদ —– হাসতে মোর।
খ. পাহাড় শিখায় - সমান।
গ. সূর্য আমায় - দেয়।
ঘ. আকাশ আমায় - দিল।
ঙ. - পাঠশালা মোর।
উত্তর:
ক. চাঁদ শিখাল হাসতে মোর।
খ. পাহাড় শিখায় তাহার সমান।
গ. সূর্য আমায় মন্ত্রণা দেয়।
ঘ. আকাশ আমায় শিক্ষা দিল।
ঙ. বিশ্বজোড়া পাঠশালা মোর
৮. শখের মৃৎশিল্প
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. আমরা মেলা থেকে অনেক - কিনলাম।
খ. মাটির পুতুল জমানো আমার একটি -।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে - বলে।
ঘ. এই যে - দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
উত্তর:
ক. আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
ঘ. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
৯. শব্দদূষণ
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. - হাঁক দিচ্ছে—থালাবাসন চাই?
খ. ভোর বেলাতেই পাখির - শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. - চেঁচামেচি কর না, সবাই ঘুমুচ্ছে।
ঘ. - আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
উত্তর:
ক. ফেরিঅলা হাঁক দিচ্ছে - থালাবাসন চাই?
খ. ভোর বেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. নিশিরাত চেঁচামেচি কর না, সবাই ঘুমুচ্ছে।
ঘ. শব্দদূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
১০. স্মরণীয় যারা বরণীয় যারা
খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা - হত্যা করে নিদ্রিত মানুষকে।
খ. মুক্তিযুদ্ধে শহীদরা মহান - হিসাবে চিরস্মরণীয়।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও - মানুষদের।
ঘ. দেশের ভিতরে - জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ।
ঙ. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয়-–।
উত্তর:
ক. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।
খ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান আত্মদানকারী হিসাবে চিরস্মরণীয়।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।
ঘ. দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ।
ঙ. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত।
সবাইকে ধন্যবাদ।
লেখক : বেলাল হোসাইন, প্রতিষ্ঠাতা- কোর্সটিকা।
বিকেপি/এমবি

