Logo

শিক্ষা

প্রাথমিক চতুর্থ শ্রেণির পাঠ পরিকল্পনা : বাংলা

Icon

দিলারা খানম

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০২

প্রাথমিক চতুর্থ শ্রেণির পাঠ পরিকল্পনা : বাংলা

পাঠ নং-০২

পাঠের শিরোনাম : বড়ো রাজা ছোটো রাজা

পাঠ্যাংশ : (দূত গেল ছোটো রাজার কাছে , দেখাই যাক না।)

সময়: ৫০ মিনিট

তারিখ: ---------

শিক্ষক: ---------

শিখনফলঃ

শোনা:

২.২.৩ - রূপকথা শুনে মূলভাব ও ঘটনাক্রম বুঝতে পারবে।

বলা:

১.৩.২ - প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিতে পারবে।

পড়া:

১.৫.২ - বিরামচিহ্ন ও স্বরভঙ্গি অনুসারে সাবলীলভাবে অনুচ্ছেদ পড়তে পারবে।

লেখা:

১.৪ - নতুন শব্দ ব্যবহার করে ছোট বাক্য রচনা করতে পারবে।

১. প্রারম্ভিক কার্যক্রম (৫ মিনিট)

স্বাগত ও কুশল বিনিময় :

শিক্ষক : “সবাই কেমন আছো? আগের ক্লাসে আমরা দুই রাজার গল্প শুনেছিলাম- মনে আছে?”

পূর্বজ্ঞান যাচাই :

প্রশ্ন :

১. কে বড়ো রাজা?

২. ছোটো রাজা কেমন মানুষ ছিল?

৩. বড়ো রাজার সৈন্যদের কেমন প্রস্তুতি ছিল?

২. পাঠ ঘোষণা (৫ মিনিট)

উপকরণ প্রদর্শন :

শিক্ষক চার্টে দুই রাজ্যের চিত্র দেখাবেন—

একদিকে বড়ো রাজার হাতি-ঘোড়া-রথ, অন্যদিকে ছোটো রাজার সাধারণ সৈন্য।

প্রশ্ন করবেন :

-‘এই দৃশ্য দেখে কাকে শক্তিশালী মনে হচ্ছে?’

-‘কিন্তু আসল জয়ী কে হবে বলে তোমরা মনে করো?’

পাঠ ঘোষণা :

শিক্ষক বলবেন -

আজ আমরা গল্পের (দূত গেল,,, দেখাই যাক না) এ পর্যন্ত।

এবং বোর্ডে লিখবেন।

৩. পাঠ উপস্থাপন (১৫ মিনিট)

শিক্ষকের আদর্শ পাঠ :

শিক্ষক স্পষ্ট উচ্চারণে পাঠ্যাংশ টুকু পড়বেন। শিক্ষার্থীরা বইয়ে আংগুল ধরে শিক্ষককে অনুসরণ করবে। এরপর শিক্ষার্থী শিক্ষকের সাথে পড়বে। পরে দলে, জোড়ায় ও একাকী পড়বে।

নতুন শব্দার্থ :

শব্দ অর্থ

দূত           -  বার্তা বাহক

মন্ত্রীরা      -  রাজার পরামর্শদাতা

অগোচরে  - চোখের আড়ালে থাকা

কৌশল     -  উপায়

খাপ্পা        - রাগান্বিত হওয়া

 যুক্ত বর্ণ অনুশীলন :

        প্পা = প + প

        ত্ব  = ত + ব

        দ্ধ  = দ + ধ

৪. শিখন কার্যক্রম (১৫ মিনিট)

জোড়ায় পাঠ :

শিক্ষার্থীরা জোড়ায় বসে পাঠটি পড়ে উচ্চারণ ও অর্থ যাচাই করবে।

প্রশ্নোত্তর আলোচনা :

১. দূত কোথায় গেল?

২. বড়ো রাজা কেন নিজে যেতে চাইলেন?

৩. ছোটো রাজার হাতি-ঘোড়া কেন চলছিল না?

৪. সেনাপতি কী উপদেশ দিলেন?

দলগত কাজ:

দলভিত্তিক আলোচনা -

“বড়ো রাজা ও ছোটো রাজার প্রস্তুতির মধ্যে পার্থক্য লিখো।”

(প্রতিটি দল ৩-৪টি বাক্যে লিখবে।)

 ৫. মূল্যায়ন ও সমাপ্তি (১০ মিনিট)

একক কাজ:

১. নিচের ফাঁকা স্থানে উপযুক্ত শব্দ বসাও-

(ক) বড়ো রাজা নিজে --------- যাবেন বললেন।

(খ) ছোটো রাজার --------- কিছুই চলছিল না।

২. এক কথায় প্রকাশ করো-

চোখের আড়ালে থাকা  ---------

রাগান্বিত হওয়া          ---------

পরিকল্পিত কাজ (গৃহকাজ):

“বড়ো রাজাকে তোমার কেমন লাগছে সে সম্পর্কে ৫টি বাক্য  লিখে আনবে।”

সমাপ্তি ঘোষণা:

শিক্ষক বলবেন-

“আজ আমরা দেখলাম, কেবল শক্তি নয়, বুদ্ধি ও অনুশীলনও খুব দরকার। অহংকার নয়, প্রস্তুতি ও জ্ঞানই আসল শক্তি।”

ধন্যবাদ।

লেখক : সহকারী শিক্ষিকা, জামিরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পড়াশোনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর