Logo

শিক্ষা

স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, বাছাই হবে যেভাবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:২৫

স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, বাছাই হবে যেভাবে

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর থেকে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

শুক্রবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন শুরু হবে ২১ নভেম্বর সকাল ১১টায়। আগ্রহী প্রার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস দিয়ে পরিশোধ করতে হবে। আবেদনকারীরা থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বেছে নিতে পারবেন। ডাবল-শিফট বিদ্যালয়ের দুটি শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।

সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী বাছাই কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে করা হবে; কোনো ধরনের লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা ৬+ নির্ধারণ করা হয়েছে। ১ জানুয়ারিতে শিক্ষার্থীর ন্যূনতম বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ৭ বছর হতে হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত পাঁচ বছরের বয়সের সুবিধা পাবে।

সরকারি বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সন্তানের জন্য নিজ বিদ্যালয়ে সমসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই; সময় ও স্থান পরে জানানো হবে।

বেসরকারি বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজেও একই সময়সীমায় আবেদন গ্রহণ করা হবে। সরকারি বিদ্যালয়ের মতোই বয়সসীমা থাকবে, তবে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক ও কমিটি সদস্যদের সন্তানদের জন্য আলাদা কোটার ব্যবস্থা নেই; তারা সাধারণ নিয়ম অনুযায়ী আবেদন করবেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর