Logo

শিক্ষা

একনজরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

Icon

এম এন সিদ্দিক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩১

একনজরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

রূপকল্প : শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ।

অভিলক্ষ্য : বিদ্যালয়বহির্ভূত, ঝরেপড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে বয়সভিত্তিক উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, কার্যকর সাক্ষরতা, প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করা।

বাস্তবায়িত প্রকল্পসমুহ : সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম (ইনফেপ); উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প-১; উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প-১=২; উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প-৩; উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প-৪ (টিএলএম); মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১; মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২; শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প (২য় পর্যায়); মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা); পিইডিপি-৪-এর সাব-কম্পোনেন্ট ২.৫ : ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রম; বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (ঝকওখঋঙ)’’ শীর্ষক পাইলট প্রকল্প।

চলমান প্রকল্প (বিশেষ কার্যক্রম) : কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)।

বর্তমান মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সরকারের যুগ্মসচিব দেবব্রত চক্রবর্তী। তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি এ পদে যোগ দেন। দেবব্রত চক্রবর্তী ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে যোগদান করেন। বিগত বছরগুলোতে মাঠ-প্রশাসন, ঢাকাস্থ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয় এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডঞঙ) এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংগঠনে (টঘঈঞঅউ) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার কাজ করার সুযোগ হয়েছে। তার কর্ম অভিজ্ঞতার মধ্যে রয়েছে ভূমি রাজস্ব ব্যবস্থাপনা, ফৌজদারি বিচার প্রশাসন, স্থানীয় সরকার, সিভিল সার্ভিস প্রশিক্ষণ নীতি, সিটিজেনস চার্টার ও সেবা প্রদান সহজকরণ, সুস্থায়ী উন্নয়ন অভীষ্টসমূহের (ঝউএং) প্রাসঙ্গিকীকরণ, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা, ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটসসহ বাণিজ্য আইন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা।

এ ছাড়া সুস্থায়ী উন্নয়ন অভীষ্ট-৬-এর বৈশ্বিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব কর্তৃক আহূত পানি-বিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের সহায়ক হিসেবে দুই বছর তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন। দেবব্রত চক্রবর্তী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অবস্থান: ২৩২/১, তেজগাঁও শিল্প এলাকা,

ঢাকা - ১২০৮।

ওয়েবসাইট- https://bnfe.gov.bd


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর