Logo

শিক্ষা

প্রাথমিক বৃত্তি ও পঞ্চম শ্রেণির প্রস্তুতি

Icon

বেলাল হোসাইন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৩৩

প্রাথমিক বৃত্তি ও পঞ্চম শ্রেণির প্রস্তুতি

প্রতিষ্ঠাতা : কোর্সটিকা

অধ্যায়-১ : বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন

১. লালবাগ দুর্গে কত গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখা যায়?

উত্তর : লালবাগ দুর্গে নিদর্শন হিসেবে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখা যায়।

২. উয়ারী-বটেশ্বর সভ্যতার যাত্রা কখন শুরু হয়?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দে মৌর্য যুগে উয়ারী-বটেশ্বর সভ্যতার যাত্রা শুরু হয়।

৩. শিক্ষক ও শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থার নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর : ময়নামতি প্রতিস্থলে শিক্ষক ও শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থার নিদর্শন দেখতে পাওয়া যায়।

৪. বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন ময়নামতির কোথায় সংরক্ষিত?

উত্তর : বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন ময়নামতির জাদুঘরে সংরক্ষিত।

৫. সোনারগাঁও কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকা শহর থেকে দক্ষিণ-পূর্বে মেঘনা নদীর তীরে নারায়ণগঞ্জে সোনারগাঁও অবস্থিত।

৬. লালবাগ দূর্গ তৈরির কাজ কে শুরু করেন?

উত্তর : ১৬২৮ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ থাকাকালে লালবাগ দুর্গ তৈরির কাজ শুরু করেন।

৭. বর্তমানে আহসান মঞ্জিল কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?

উত্তর : বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অধ্যায়-২ : বৃটিশ শাসন

১. ইংরেজরা এদেশে প্রায় কত বছর রাজত্ব করে?

উত্তর : ইংরেজরা এদেশে প্রায় দু’শ বছর রাজত্ব করে।

২. বাংলায় কোন সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?

উত্তর : ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল।

৩. কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?

উত্তর : রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী।

৪. কত সালে সিপাহী বিদ্রোহ হয়?

উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়।

৫. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?

উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়।

৬. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর : সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।

৭. কার কার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?

অধ্যায়-৩ : আমাদের মুক্তিযুদ্ধ

১. কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল?

উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল।

২. কাদেরকে নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?

উত্তর : বাংলাদেশের সকল শ্রেণি পেশা ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী ।

৩. কোন সালে গণঅভ্যুত্থান হয়েছিল?

উত্তর : ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।

৪. মুক্তিযুদ্ধে প্রায় কত লক্ষ মানুষ প্রাণ হারায়?

উত্তর : মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ প্রাণ হারায়।

৫. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

উত্তর : মুজিবনগর সরকার ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে।

৬. মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল কবে?

উত্তর : ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল।

৭. মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর : মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

অধ্যায়-৪ : আমাদের অর্থনীতি: কৃষি ও শিল্প

১. আলু একটি প্রয়োজনীয় খাদ্য। এটি চাষের উপযোগী মাটি কোনটি?

উত্তর : আলু চাষের উপযোগী মাটি হলো উর্বর দোআঁশ ও বেলে।

২. ধর, তুমি পাহাড়ি এলাকায় বসবাস কর। তুমি নিচের কোন ফসলটি ফলাবে?

উত্তর : পাহাড়ি এলাকায় বসবাসকারী হিসেবে আমি চা ফলাব।

৩. বাংলাদেশের একটি প্রধান কৃষিদ্রব্যের নাম লেখ।

উত্তর : বাংলাদেশের একটি প্রধান কৃষিদ্রব্যের নাম ধান।

৪. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কতভাগ কৃষির উপর নির্ভরশীল?

উত্তর : বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ কৃষির উপর নির্ভরশীল।

৫. কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য?

উত্তর : পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য।

৬. বাংলাদেশে প্রধান দুটি কৃষিজাত দ্রব্যের নাম লিখ।

উত্তর : বাংলাদেশের প্রধান দুটি কৃষিজাত দ্রব্য হলো- ধান ও পাট।

৭. বাংলাদেশের কয়েকটি প্রধান শিল্পের নাম লেখ।

উত্তর : বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে: পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, ওষুধ শিল্প, সার শিল্প, কাগজ শিল্প এবং চামড়া শিল্প।

অধ্যায়-৫ : জনসংখ্যা

১. জনসংখ্যা সমস্যা সমাধান করতে শিক্ষার সঙ্গে কোনটির প্রয়োজন?

উত্তর : জনসংখ্যা সমস্যা সমাধান করতে শিক্ষার সঙ্গে প্রশিক্ষণ প্রয়োজন।

২. জনসম্পদকে দক্ষ করে তোলা যায় কীভাবে?

উত্তর : শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধির মাধ্যমে জনসম্পদকে দক্ষ করে তোলা যায়।

৩. কৃষি জমির পরিমাণ কেন কমে যাচ্ছে?

উত্তর : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।

৪. কোন দুটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিলে জনসম্পদ উন্নত হবে এবং বেকার সমস্যার সমাধান হবে?

উত্তর : কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমের দক্ষতা বৃদ্ধি, এই দুটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিলে জনসম্পদ উন্নত হবে এবং বেকার সমস্যার সমাধান হবে।

৫. দক্ষ জনশক্তি বিদেশ থেকে কী আনতে পারে?

উত্তর : দক্ষ জনশক্তি বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে পারে।

৬. বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে কী করা প্রয়োজন?

উত্তর : বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।

৭. দেশের অনেকেই উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন?

উত্তর : আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসক কম হওয়ায় অনেকেই উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

অধ্যায়-৬: জলবায়ু ও দুর্যোগ

১. আবহাওয়া কাকে বলে?

উত্তর : নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে।

২. জলবায়ু পরিবর্তনের ফলে কী সমস্যা হচ্ছে?

উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতি বছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস ইত্যাদি সৃষ্টি হচ্ছে।

৩. বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লিখ?

উত্তর : বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম হলো: নদী ভাঙন, খরা, ভূমিকম্প, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ইত্যাদি।

৪. জলবায়ু কাকে বলে?

উত্তর : সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।

৫. দুর্যোগ কাকে বলে?

উত্তর : দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক বিপর্যয় যা আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে থাকে।

৬. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জমিতে কী রকম প্রভাব দেখা যাচ্ছে?

উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জমিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে।

৭. নদীভাঙনের ফলে কী ক্ষতি হয়?

উত্তর : নদীভাঙনের ফলে কৃষি জমি, ঘরবাড়ি, জনবসতি এমনকি পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যাহত হয়।

অধ্যায়-৭ : মানবাধিকার

১. মানবাধিকার কাকে বলে?

উত্তর : মানুষের সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার বলে।

২. কোন ধরনের শিশুদেরকে অটিস্টিক শিশু বলে?

উত্তর : অটিজমে আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে।

৩. অটিজম কী?

উত্তর : যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাই অটিজম।

৪. জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে?

উত্তর : জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকার সর্বজনীন ঘোষনাপত্র অনুমোদন করেছে।

৫. বাংলাদেশের একজন নাগরিক কত বছর বয়সে ভোটার হতে পারে।

উত্তর : বাংলাদেশের একজন নাগরিক ১৮ বছর বয়সে ভোটার হতে পারে।

৬. মানবাধিকার লঙ্ঘন কোন ধরনের কাজ?

উত্তর : মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।

৭. অটিস্টিক শিশুদের একটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : অটিষ্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

অধ্যায়-৮ : নারী-পুরুষ সমতা

১. বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন।

২. নারী দিবস কখন পালিত হয়?

উত্তর : ৮ই মার্চ নারী দিবস পালিত হয়।

৩. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন।

৪. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?

উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

৫. বাংলাদেশে ৯ই ডিসেম্বর সরকারিভাবে কোন দিবস পালন করা হয়?

উত্তর : বাংলাদেশে ৯ই ডিসেম্বর সরকারিভাবে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।

৬. নারী নির্যাতনের একটি মূল কারণ লিখ।

উত্তর : নারী নির্যাতনের একটি মূল কারণ হচ্ছে যৌতুক।

৭. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগদূত বলা হয় কেন?

উত্তর : বেগম রোকেয়া নারী-পুরুষ সমতা ও নারী শিক্ষার বিষয়ে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখার কারণে তাঁকে নারী জাগরণের অগদূত বলা হয়।

অধ্যায়-৯ : আমাদের দায়িত্ব ও কর্তব্য

১. নিয়মিত কর দেয়া উচিত কেন?

উত্তর : কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় বলে নিয়মিত কর দেয়া উচিত।

২. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?

উত্তর : দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তা চলার নিয়মাগুলো মেনে চলা উচিত।

৩. সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখ।

উত্তর : সমাজের প্রতি আমার দুটি দায়িত্ব হলো:

১. সমাজের উন্নয়নে কাজ করা

২. সমাজের বিভিন্ন নিয়মকানুন, আচার-আচরণ মেনে চলা।

৪. বাংলাদেশের একজন নাগরিক কত বছর বয়সে ভোটার হতে পারেন?

উত্তর : বাংলাদেশের একজন নাগরিক ১৮ বছর বয়সে ভোটার হতে পারেন।

৫. রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?

উত্তর : রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত।

৬. রাস্তা পারাপারের একটি নিয়ম উল্লেখ কর।

উত্তর : রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

৭. আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয় কেন?

উত্তর : আইন মান্য করা রাষ্ট্রীয় বিধান। অতএব আইন অমান্য করলে অবশ্যই শাস্তি ভোগ করতে হয়।

অধ্যায়-১০: গণতান্ত্রিক মনোভাব

১. গণতান্ত্রিক মনোভাব কী?

উত্তর : অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।

২. গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ?

উত্তর : গণতান্ত্রিক মনোভাব একটি ভালো গুণ

৩. শ্রেণিকক্ষে গণতন্ত্র চর্চার ১টি উপায় লেখ।

উত্তর : শ্রেণিকক্ষে গণতন্ত্র চর্চার ১টি উপায় হলো, সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচন করা।

৪. কোনটি প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে?

উত্তর : গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে।

৫. আমরা কোথায় কোথায় গণতান্ত্রিক আচরণ করব?

উত্তর : আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে এককথায় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করব।

৬. গণতন্ত্র কথাটির অর্থ কী?

উত্তর : গণতন্ত্র কথাটির অর্থ জনগণের শাসন।

৭. নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের প্রয়োজন কেন?

উত্তর : গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় তাই নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের প্রয়োজন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর