Logo

শিক্ষা

পঞ্চম শ্রেণি শিক্ষার্থী মেধা যাচাই-বিজ্ঞান

Icon

বেলাল হোসাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২

পঞ্চম শ্রেণি শিক্ষার্থী মেধা যাচাই-বিজ্ঞান

শিক্ষার্থীরা, শুভেচ্ছা তোমাদের। তোমাদের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় বিজ্ঞান বিষয় থেকে সত্য মিথ্যা নির্ণয় প্রশ্ন আসবে। এই অংশে ৫টি পৃথক বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোর সঠিকতা তোমাদের নির্ণয় করতে হবে। বাক্যটি সঠিক হলে সত্য লিখবে আর ভুল হলে মিথ্যা লিখবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে মোট ৫ নম্বর পাবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রতিটি অধ্যায় থেকে ১ সেট করে সত্য মিথ্যা নির্ণয় সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। পরীক্ষা প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে চর্চা করার পরামর্শ থাকবে।

অধ্যায়- ১: আমাদের পরিবেশ

১. যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে।

২. উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়।

৩. মাটি ও পানি অনেক জীবের বাসস্থান।

৪. পরাগায়নের ফলে উদ্ভিদে ফুলের সৃষ্টি হয়।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. সত্য; ৪. মিথ্যা।

অধ্যায়- ২: পরিবেশ দূষণ

১. বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে।

২. যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।

৩. কীটনাশক মাটির সাথে মিশে মাটি দূষিত করে।

৪. মাটি দূষণ জমির উর্বরতা নষ্ট করে।

উত্তর: ১. মিথ্যা; ২. সত্য; ৩. সত্য; ৪. সত্য।

অধ্যায়- ৩: জীবনের জন্য পানি

১. উদ্ভিদের দেহের শতকরা প্রায় ৯০ ভাগ পানি।

২. মানবদেহের ৯০ ভাগ পানি।

৩. পানি খাদ্য পরিপাকে সাহায্য করে।

৪. জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়।

উত্তর: ১. সত্য; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. সত্য।

অধ্যায়- ৪: বায়ু

১. অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ুর কার্বন ডাই-অক্সাইড।

২. ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে।

৩. বিপস এর প্যাকেটে বায়ুর অক্সিজেন ব্যবহার করা হয়।

৪. মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য।

অধ্যায়- ৫: শক্তি ও পদার্থ

১. সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে।

২. তাপ এক প্রকার শক্তি।

৩. আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

৪. সমস্ত শক্তির মূল উৎস বায়ু।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. সত্য; ৪. মিথ্যা।

অধ্যায়- ৬: সুস্থ জীবনের জন্য খাদ্য

১. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

২. খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে।

৩. চাল, গম, ডাল পানিতে সংরক্ষণ করা যায়।

৪. ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য।

অধ্যায়- ৭: স্বাস্থ্যবিধি

১. ডায়রিয়া একটি বায়ুবাহিত সংক্রামক রোগ।

২. কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়।

৩. আমাশয় হলো পানিবাহিত সংক্রামক রোগ।

৪. ভিন্ন ধরনের সংক্রামক রোগ হচ্ছে এইডস।

উত্তর: ১. মিথ্যা; ২. সত্য; ৩. সত্য; ৪. সত্য।

অধ্যায়- ৮: মহাবিশ্ব

১. পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরে।

২. আমরা শুধু চাঁদের আলোকিত অংশই দেখতে পাই।

৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কি.মি.।

৪. মিল্কিওয়ে একটি গ্রহ।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. সত্য; ৪. মিথ্যা।

অধ্যায়- ৯: আমাদের জীবনের প্রযুক্তি

১. অধিক খাদ্য উৎপাদনে জৈব প্রযুক্তি সাহায্য করে।

২. বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান।

৩. উনিশ শতকে কৃষি প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে।

৪. খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে।

উত্তর: ১. সত্য; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য।

অধ্যায়- ১০: আমাদের জীবনে তথ্য

১. আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ দুর্বোধ্য করেছে।

২. ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্যসংগ্রহ করতে পারি।

৩. মেমোরি কার্ড ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি।

৪. গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন।

উত্তর: ১. মিথ্যা; ২. সত্য; ৩. সত্য; ৪. সত্য।

লেখন : প্রতিষ্ঠাতা, কোর্সটিকা 

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর