প্রশ্ন: সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: সমকাল
প্রশ্ন: ‘ইরাটম’ কী?
উত্তর: উন্নত জাতের ধান
প্রশ্ন: পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?
উত্তর: পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা
প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?
উত্তর: অণুচক্রিকা
প্রশ্ন: কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?
উত্তর: ০.১ সেকেন্ড
প্রশ্ন: থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ-
উত্তর: অল্প তাপে বৃদ্ধি পায়
প্রশ্ন: প্রাথমিক বর্ণ নয় কোনটি?
উত্তর: বেগুনি
প্রশ্ন: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
উত্তর: দর্পণ
প্রশ্ন: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়
প্রশ্ন: একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে কী বলে?
উত্তর: গ্যালভানাইজিং
প্রশ্ন: একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
উত্তর: কমবে
প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর: বিকিরণ পদ্ধতিতে
প্রশ্ন: কোনটি চার্জবিহীন?
উত্তর: নিউট্রন
প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?
উত্তর: প্লাটিনাম
প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর?
উত্তর: টিন ও সীসা
প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে?
উত্তর: রন্টজেন
প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
উত্তর: ক্রোমোসোম
প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর: অপটিক্যাল ফাইবার
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম
প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
উত্তর: গ্লিসারিন
প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে
প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?
উত্তর: এমএস এক্সেস
প্রশ্ন: কী বোর্ডের কোন বাটনটি সাধারণত Help বাটন হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: F1
প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
উত্তর: টাংস্টেন
প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তর: নদী
প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?
উত্তর: Firewall
প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: স্টাবিলাইজার
প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন
প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?
উত্তর: LAN
প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?
উত্তর: চিত্রভিত্তিক
প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?
উত্তর: কেন্দ্রমুখী বল
প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?
উত্তর: Satellite
প্রশ্ন: Which device is called Silico Sapiens?
উত্তর: Computer
প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর: বিল গেটস
প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?
উত্তর: সালফিউরিক এসিড
প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?
উত্তর: মার্টিন কুপার
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন
প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?
উত্তর: মেহেদী হাসান
প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?
উত্তর: ১২টি
প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?
উত্তর: জাপান
প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬টি
প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?
উত্তর: ৩টি
প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
উত্তর: ভূ-কেন্দ্রে
প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?
উত্তর: অ্যালুমিনিয়াম
প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো-
উত্তর: মাইক্রোপ্রসেসর
প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান
প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন
প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তর: মিথেন
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)
প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
উত্তর: পার্বতীপুর
প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?
উত্তর: ৪টি
প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়-
উত্তর: ডুরান্ড লাইন
প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
উত্তর: বাংলাদেশ
প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?
উত্তর: মাথাপিছু জাতীয় আয়
প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান
প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: তুরস্ক
প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: স্পেন ও মরক্কো
এনএ

