শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে করণীয়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
প্রিয় অভিভাবকগণ, শিশুর মানসিক ও বুদ্ধি বিকাশের জন্য আপনারা যা করতে পারেন-
* শিশুকে প্রশ্ন করতে সুযোগ করে দেওয়া এবং প্রশ্নের উত্তর দেওয়া।
* শিশুকে কোনো কিছুতে ভয় না দেখানো এবং শিশু কোনো কিছুতে ভয় পেলে তার ভয় কাটিয়ে উঠতে সহায়তা করুন।
* শিশুকে বাসায়/বাড়িতে ছোট ছোট কাজ করতে ও সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা।
* শিশুকে সৃজনশীল কাজে উৎসাহিত করুন। যেমন- পাজল মিলানো, ছবি আঁকা, কাগজ, মাটি ও পুরাতন কাপড় দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা।
* আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
* আপনার সন্তানকে আলাপ আলোচনা করতে উৎসাহিত করুন।
* আপনার সন্তানের বেড়ে ওঠার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করুন।
* প্রতিটি ভালো কাজের জন্য শিশুকে প্রশংসা করুন।
* টাকা ও মুদ্রা সম্পর্কিত সমস্যার সমাধান করতে বলুন (যেমন- ‘৫০ টাকা হতে ২০ টাকায় দুইটা কলম কিনলে কত অবশিষ্ট থাকবে?’)।
* রান্না বা হস্তশিল্পে পরিমাপ করতে দিন (যেমন- আধা কাপ পানি, এক চা চামচ লবণ)।
বলতো এখানে কয়টা আম আছে?
* শিশুকে সংখ্যার ধারণা দেওয়া ও গণনা করতে সহায়তা করা।
শিশুকে রঙ বা আকার অনুযায়ী খেলনা সাজাতে বলুন।
* দুটি জিনিসের মধ্যে পার্থক্য বা মিল খুঁজতে উৎসাহিত করুন।
* সময়সূচি তৈরি করতে দিন- যেমন- সকালে কখন উঠবে, পড়বে, খেলবে ইত্যাদি।
* জুতার ফিতা বাঁধা বা পোশাক গোছানোয় নিজেকে চেষ্টা করতে দিন।
সূত্র : অভিভাবক নির্দেশিকা, নেপ

