গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এনার্জি ফাইন্যান্স সংক্রান্ত কাজে প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। উন্নয়ন অর্থায়ন ও জ্বালানি খাতের প্রকল্প বিশ্লেষণে আগ্রহী তরুণ পেশাজীবীদের জন্য এটি একটি সুযোগ।
সিপিডির পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডিজ টিমে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি উন্নয়ন ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পের আর্থিক বিশ্লেষণ, ব্যয়-সুবিধা মূল্যায়ন, আর্থিক ঝুঁকি যাচাইসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন। পাশাপাশি বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উন্নয়ন অর্থায়ন-বিষয়ক সেমিনার ও অনুষ্ঠানে অবদান রাখার দায়িত্বও থাকবে।
যোগ্যতা : ফাইন্যান্স বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। ম্যাক্রো ইকোনমিক নীতি, বৈশ্বিক অর্থনীতি, ফাইন্যান্সিয়াল মডেলিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অর্থায়ন ও এনার্জি ফাইন্যান্স বিষয়ে আগ্রহ বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাপের মধ্যে কাজ করার সক্ষমতা, সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাবকেও গুরুত্ব দেওয়া হবে।
বেতন-সুবিধা : নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে শুরুতে মাসিক ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে বেতন বাড়তে পারে। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি : যোগ্য প্রার্থীদের হালনাগাদ সিভি ও সাম্প্রতিক ছবি সংযুক্ত করে career@cpd.org.bd -এ ঠিকানায় ই-মেইল করতে হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার দক্ষতা পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
আবেদনের শেষ সময় : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫।
এমবি

