মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, আজ শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭
ছবি : সংগৃহীত
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে নিয়মিত সময়েই শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতির নেতারা জানান, আর্থিক সুবিধা, পদোন্নতি, পদোন্নতির কাঠামো বাস্তবায়নসহ চার দফা দাবিতে সোমবার থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছিলেন। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং বার্ষিক পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয়— এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্রহণযোগ্য পদক্ষেপ প্রত্যাশা করেছে শিক্ষক সমিতি।
শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন নিয়ে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হলেও পরীক্ষার স্বার্থে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এমএইচএস

