Logo

শিক্ষা

৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠার অনুমোদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭

৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠার অনুমোদন

৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর আটটি শর্তের ভিত্তিতে বোর্ডের মাদরাসা স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান কমিটির সভায় এ সুপারিশ করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি তালিকায় উল্লেখ করা সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার উদ্যোক্তা, সভাপতি ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। শর্তগুলো হলো- স্থাপনের অনুমতি কোনোক্রমেই মাদরাসার পাঠদানের প্রাথমিক অনুমতি হিসাবে গণ্য করা যাবে না।

পাঠদান আবেদন করার আগে মাদরাসার নামে নীতিমালা অনুযায়ী কাম্য পরিমাণে জমির ক্রয় করে নামজারি করতে, ওই জমিতে স্থাপনা নির্মাণ করে পাঠদান উপযোগী করতে হবে। মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। সংরক্ষিত ও সাধারণ তহবিলে যথাক্রমে ন্যূনতম মফস্বল এলাকায় ৭৫ হাজার ও ২৫ হাজার, শহর বা পৌর এলাকায় এক লাখ ও ৩০ হাজার, সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৫০ হাজার ও ৫০ হাজার টাকা ব্যাংকে জমা থাকতে হবে।

এছাড়াও ব্যক্তি নামীয় মাদরাসার ক্ষেত্রে যথাক্রমে ন্যূনতম মফস্বল এলাকায় ১০ লাখ, শহর বা পৌর এলাকায় ১৫ লাখ ও সিটি কর্পোরেশন এলাকায় ২০ লাখ টাকা ব্যাংকে জমা থাকতে হবে। পাঠাগারে মফস্বল এলাকায় ৫০০টি, শহর বা পৌর এলাকায় ৭৫০টি, সিটি কর্পোরেশন এলাকায় এক হাজারটি পুস্তক থাকতে হবে। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ক্ষেত্রে প্রচলিত নীতিমালার অন্যান্য সব শর্ত মেনে চলতে হবে এবং কোনো শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে বোর্ড বা সরকার যেকোনো সময় এ অনুমোদন বাতিল করতে পারে। দাখিল করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সংশি¬ষ্ট মাদরাসার স্থাপনের অনুমতি বাতিল বলে গণ্য হবে। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর