১। জে-১০ যুদ্ধবিমান কোন দেশের তৈরি ?
উত্তর: চীন
২। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কখন হয়েছিল ?
উত্তর: ১৯৪৭-৪৮ সালে।
৩। মা দিবসের উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল?
উত্তর: যুক্তরাষ্ট্র
৪। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর: জাপান
৪৬। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯৭২
৫। রাফাল যুদ্ধবিমান কোন দেশের তৈরি ?
উত্তর: ফ্রান্স
৬। বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে ? ?
উত্তর: ২৮ এপ্রিল ২০২৫
৭। আবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় ?
উত্তর: নরওয়ে
৮। কততম দেশ হিসেবে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষর করেছে বাংলাদেশ?
উত্তর: ৫৪ তম
৯। ইউরোপের রণাঙ্গন বলা হয় কোন দেশকে?
উত্তর: বেলজিয়াম
১০। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হচ্ছে কোথায় ?
উত্তর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১১। বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের কয়টি মাস ৩১ দিনে শেষ হয় ?
উত্তর: ৬টি।
১২। কোনটিকে অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছে ?
উত্তর: চন্দ্র ও সৌর বর্ষ উভয়ের সমন্বয়ে।
১৩। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর: মিরসরাই, চট্টগ্রাম।
১৪। কত বছর পর পর অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১০ বছর।
১৫। কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর: ভার্সাই চুক্তি
১৬। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কোন দেশে অবস্থিত ?
উত্তর: চীন।
১৭। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় কখন সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯৬০ সালে।
১৮। সিন্ধু পানি চুক্তি কোন কোন দেশের মধ্যকার আন্তর্জাতিক চুক্তি ?
উত্তর: ভারত ও পাকিস্তান।
১৯। শেভরন কোন দেশভিত্তিক তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
২০। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে ?
উত্তর: ফ্রান্স ও ইংল্যান্ড
২১। দেশের সর্বশেষ অর্থনৈতিক শুমারি কখন অনুষ্ঠিত হয় ?
উত্তর: ২০২৪ সালে
২২। কে সর্বপ্রথম ব¬ু ইকোনোমি এর ধারণা দেন?
উত্তর: গুন্টার পাউলি।
২৩। সিগফ্রিড লাইন ও ম্যাজিনো লাইন অবস্থিত?
উত্তর: জার্মান ও ফ্রান্স।
২৪। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: তেহরান, ইরান।
২৫। বিশ্বে প্রথম স্টারলিংক সেবা চালু হয় ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
২৬। দক্ষিণ এশিয়ায় প্রথম স্টারলিংক সেবা চালু হয় কোন দেশে ?
উত্তর: মালদ্বীপ
২৭। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম কি ?
উত্তর: স্টারলিঙ্ক
২৮। দেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন সংস্থা?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
২৯। ক্রিকেটে টেস্ট খেলা শুরু হয় কত সালে?
উত্তর: ১৮৭৭ সালে।
৩০। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
উত্তর: নিউইয়র্ক।
৩১। রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত ?
উত্তর: দিনাজপুর।
৩২। ওডেসা সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত ?
উত্তর: কৃষ্ণ সাগর
৩৩। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?
উত্তর: গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
৩৪। আমাজন বনাঞ্চল কত শতাংশ অক্সিজেন এর উৎস ?
উত্তর: প্রায় ২০ শতাংশ।
৩৫। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
উত্তর: ডেথভ্যালি।
৩৬। মিশর ও ইসরায়েলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৩৭। কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া ?
উত্তর: ইৎড়ধফ এধঁমব.
৩৮। সেভেন সিস্টারস কি ?
উত্তর: ভারতের সাতটি অঙ্গরাজ্য।
৩৯। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- এই প্রার্থনা কার ?
উত্তর: ঈশ্বরীপাটনী
৪০। তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম ?
উত্তর: রাশিয়া
৪১। আমি বীরাঙ্গনা বলছি কি ধরনের গ্রন্থ ?
উত্তর: প্রবন্ধ
৪২। আমি বিজয় দেখেছি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা কে লিখেছেন ?
উত্তর: এম.আর আখতার মুকুল
৪৩। একাত্তরের যীশু গল্পের রচয়িতা কে ?
উত্তর: শাহরিয়ার কবির
৪৪। ধানসিঁড়ি কীসের নাম ?
উত্তর: নদীর
৪৫। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে ?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী
৪৬। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী হলো ?
উত্তর: মুক্তিযুদ্ধ
৪৭। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: ডিএনএ
৪৮। মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-
উত্তর: ১৯৭৯ সালে
৪৯। টাইটান কোন গ্রহের উপগ্রহ ?
উত্তর: শনি
৫০। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে ?
উত্তর: অ্যালুমিনিয়াম
৫১। স্কাউট ও গার্ল গাইডের মূলমন্ত্র কী ?
উত্তর: সেবা
৫২। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর: ) সিসমোগ্রাফ
৫৩। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর: রিকটার স্কেল
৫৪। কত সালে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয় ?
উত্তর: ১৯৭৪ সালে
৫৫। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?
উত্তর: শশাঙ্ক
৫৬। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তর: ) ১৭৬৪ সালে
৫৭। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে ?
উত্তর: ১৫২৬ সালে
৫৮। চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তর: ১৯৬২

