Logo

শিক্ষা

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে উপপরিচালক পদে পদোন্নতি

Icon

এনএসএস

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০২

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে উপপরিচালক পদে পদোন্নতি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ৪ জন সহকারী পরিচালককে উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এরা হলেন- শেখ মো. সুরুজ্জামান, আহসান হাবীব, শেখ মো. নাজমুল হক এবং এ. কে. এম বজলুর রশীদ তালুকদার।

এই ৪ জন যথাক্রমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মেহেরপুর, টাঙ্গাইল, ব্রাক্ষণবাড়িয়া ও কিশোরগঞ্জের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দিদারুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)-এর ২৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জেষ্ঠ্যতার ক্রম অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫ এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর বিধান অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে তথা ৩৫,৫০০-৬৭,০১০/- টাকার বেতন স্কেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর সরাসরি/ই-মেইলে (sasad1@mopme.gov.bd)) যোগদান দাখিল করবেন বলেও এতে উল্লেখ করা হয়।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর