Logo

শিক্ষা

বগুড়ায় প্রধান শিক্ষকশূন্য ৮৬৫টি প্রাথমিক বিদ্যালয়

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১

বগুড়ায় প্রধান শিক্ষকশূন্য ৮৬৫টি প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ এক হাজার ৩৩৮ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি পাঠদান করতে শিক্ষকদেরও হিমশিম খেতে হচ্ছে।

বগুড়ার সারিয়াকান্দির কাজলা চরের বেড়া পাঁচাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটির কোনোটিতেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকের সাতটি পদের বিপরীতে দুই বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীর পাঠদানের মাত্র তিনজন করে শিক্ষক দায়িত্ব পালন করছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বগুড়ার ১২ উপজেলায় এক হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৮৬৫ টিতে। এছাড়া শূন্য রয়েছে সহকারী শিক্ষকের আরও ৪৭৪ টি পদ। সবচেয়ে বেশি শিক্ষকের পদ শূন্য সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চলজুড়ে। সবচেয়ে কম শিক্ষক পদ শূন্য রয়েছে দুপচাঁচিয়া উপজেলায়। সবচেয়ে বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ধুনট উপজেলায়।

বগুড়া সদর উপজেলায় শূন্য পদ রয়েছে ৭৩টি। এরমধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৭২টি এবং সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে একটি। ধুনট উপজেলায় ১৫৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৮টি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ওই উপজেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৭টি। আদমদীঘি উপজেলায় শূন্য পদ রয়েছে ৮২টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৭টি এবং সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৫টি।

কাহালু উপজেলায় ৬৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের ৫৭টি এবং সহকারী শিক্ষকের আটটি। গাবতলী উপজেলায় ১২২টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের ১০২টি এবং সহকারী শিক্ষকের ২০টি। দুপচাঁচিয়া উপজেলায় শুধুমাত্র প্রধান শিক্ষকের ৪৫টি পদ শূন্য রয়েছে।

নন্দীগ্রাম উপজেলায় ৬৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৬টি এবং সহকারী শিক্ষকের সাতটি পদ খালি রয়েছে। শিবগঞ্জ উপজেলায় ৮৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের ৭৮টি এবং সহকারী শিক্ষকের সাতটি পদ শূন্য রয়েছে।

শেরপুর উপজেলায় ৮৫টি শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৭৩টি এবং সহকারী শিক্ষকের ১২টি পদ শূন্য রয়েছে। সারিয়াকান্দি উপজেলায় ১৫১টি শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৯৯টি এবং সহকারী শিক্ষকের ৫২টি পদ রয়েছে।

সোনাতলা উপজেলায় ১২০টি শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৭৫টি এবং সহকারী শিক্ষকের ৪৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া শাজাহানপুর উপজেলায় ৮৬টি শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৭১টি এবং সহকারী শিক্ষকের ১৫টি পদ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বলেন, ‘মামলার কারণে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। তবে শিগগিরই এ ব্যাপারে সমাধান হবে। সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি। আশা করি তখন আমরা সব শিক্ষক পাব।’

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক শিক্ষক প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর