Logo

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে রদবদল

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে রদবদল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে রদবদল করা হয়েছে।  গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে অধিদপ্তরের 

বর্তমান পরিচালক মো. মিজানুল হককে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা ওয়াসা’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুস্তাফিজুর রহমান-কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

উক্ত কর্মকর্তাগণকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর