প্রাথমিক শিক্ষার্থী মেধা যাচাই প্রস্তুতি- বিজ্ঞান
বেলাল হোসাইন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০১
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে। এই অংশ ৫টি বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকবে, যার প্রতিটি প্রশ্নের বিপরীতে ৪টি করে অপশন দেওয়া থাকবে। ৪টি অপশনের মধ্যে থেকে সঠিক অপশনটি তোমাকে খাতায় লিখতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে ৫টি প্রশ্নের সঠিক উত্তর লিখলে মোট ৫ নম্বর পাবে।
১. শক্তির মূল উৎস কোনটি?
ক. উদ্ভিদ স সূর্য
গ. চাঁদ ঘ. প্রাণী
২. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি
গ. খাদ্য ঘ. বাতাস
৩. গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাঙ ধরে বিক্রি করে। এক্ষেত্রে কী ঘটতে পারে?
ক. পোকামাকড়ের সংখ্যা কমে যাবে
খ. ফসলের উৎপাদন বেড়ে যাবে
গ. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
ঘ. পুকুরের মাছ বেড়ে যাবে
৪. জীবের বেঁচে থাকার জন্য কোন জড় বস্তু বিশেষ প্রয়োজন বলে তুমি মনে কর?
ক. গাড়ি খ. মাটি
গ. তাপমাত্রা স বায়ু
৫. তোমার পোষা বিড়ালটি শ্বাসকার্যে কোনটি ত্যাগ করে?
ক. অক্সিজেন স কার্বন ডাইঅক্সাইড
গ. পানি ঘ. হাইড্রোজেন
৬. কোনটি বায়ু দূষণের কারণ?
ক. কীটনাশকের ব্যবহার স কলকারখানার ধোঁয়া
গ. উচ্চ শব্দে গান বাজানো ঘ. রাসায়নিক পদার্থের মিশ্রণ
৭. কোনটি পানি দূষণের ফলে হয়?
ক. শ্রবণ শক্তিহ্রাস খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. উর্বরতা হ্রাস
৮. মাটি দূষণের কারণ কোনটি?
ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার ঘ. মাটির উর্বরতা হ্রাস
৯. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?
ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা
খ. মোটর গাড়ি ব্যবহার করা
গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা
ঘ. রিসাইকেল করা
১০. পরিবেশে বিভিন্ন পরিবর্তন কেন ঘটছে?
ক. পরিবেশকে নানাভাবে ব্যবহার করায়
খ. পরিবেশে বসবাস করায়
গ. পরিবেশে জীবের জন্ম, মৃত্যু ও বৃদ্ধি ঘটায়
ঘ. পরিবেশে ক্ষতিকর পদার্থ থাকায়
১১. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. পানি খ. মাটি
গ. আলো ঘ. বায়ু
১২. কোনটি পানি দূষণের কারণ?
ক. ধোঁয়া খ. ক্ষতিকর গ্যাস
গ. হর্ন বাজানো গ. নর্দমার বর্জ্য
১৩. পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন স থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
১৪. প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না। তাহলে উদ্ভিদ কীভাবে পানি ব্যবহার করে?
ক. পাতা দ্বারা গ্রহণ করে খ. সূর্যালোক দ্বারা পরিবহণ করে
গ. কান্ড দ্বারা বর্জন করে গ. মূল দ্বারা শোষণ করে
১৫. নিচের কোন বাক্যটির সাথে পানিচক্রের ধারণার মিল আছে?
ক. মেঘ বাষ্পে পরিণত হওয়া
খ. মেঘ বৃষ্টিতে পরিণত হওয়া
গ. ভূ-পৃষ্ঠের পানি বরফে পরিণত হওয়া
ঘ. নদীর পানি বরফে পরিণত হওয়া
১৬. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
১৭. পবর্তারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
১৮. কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
১৯. নিচের কোন উপাদানটি বায়ুতে অনুপস্থিত?
ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
২০. হাতপাখা বা বৈদ্যুতিক পাখার মাধ্যমে শরীর ঠাণ্ডা রাখতে আমরা কী ব্যবহার করি?
ক. সূর্যরশি খ. নাইট্রোজেন
গ. বায়ুপ্রবাহ ঘ. অক্সিজেন
২১. নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
স বায়ুপ্রবাহ খ. জ্বালানি তেল
গ. চুলার আগুন ঘ. খাবার
২২. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?
ক. শব্দ খ. আলো
গ. তাপ ঘ. বিদ্যুৎ
২৩. পর্বত আরোহীদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে কোন গ্যাস সরবরাহ করা হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন
২৪. খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?
ক. আলোক শক্তি খ. তাপ শক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
২৫. খাদ্যের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরের ফলে আমরা দৌড়াতে পারি?
ক. বিদ্যুৎ শক্তিতে খ. যান্ত্রিক শক্তিতে
গ. শব্দ শক্তিতে ঘ. আলোক শক্তিতে
২৬. কোনটি জাঙ্ক ফুড?
ক. পাউরুটি খ. দই
গ. পরটা স পটেটো চিপস
২৭. জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে?
ক. যকৃৎ অকার্যকর হওয়া খ. মোটা হয়ে যাওয়া
গ. শ্বাসকষ্ট ঘ. ক্যানসার
২৮. নিচের কোনটির মাধ্যমে মাছ ও মাংসে পচন ধরতে পারে?
ক. ফরমালিন খ. লবণ
গ. ব্যাকটেরিয়া ঘ. কার্বাইড
২৯. চকলেট, আইসক্রিম জাতীয় খাবার পরিহার করা উচিত কেন?
স ক্যান্সার হতে পারে খ. হাম হতে পারে
গ. জলবসন্ত হতে পারে ঘ. যক্ষ্মা হতে পারে
৩০. টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?
ক. পানি খ. বায়ু
গ. মাটি ঘ. পোকামাকড়
৩১. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?
ক. কুকুর খ. প্রজাপতি
গ. মশা ঘ. মাছি
৩২. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?
ক. সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ
গ. শরীরের গঠন পরিবর্তন
ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া
৩৩. যে সকল রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সেগুলো কী রোগ নামে পরিচিত?
ক. পানিবাহিত গ. বায়ুবাহিত
গ. ডায়রিয়া ঘ. কলেরা
৩৪. তোমার একজন প্রতিবেশী ধূমপান করছেন। এ অবস্থায় তুমি তাঁকে-
ক. বন্ধ কক্ষে ধূমপানের পরামর্শ দিবে
খ. বাড়ির উঠোনে ধূমপানের পরামর্শ দিবে
গ. তোমার বাবাও ধূমপান করেন তা তাকে জানাবে
ঘ. ধূমপানের কুফলসমূহ অবহিত করবে
৩৫. কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে গ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘুরে
৩৬. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ২৪ দিন খ. ২৭ দিন
গ. ৩৬৫ দিন ঘ. ৭ দিন
৩৭. চাঁদ, সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেছেন কে?
ক. গ্যালিলিও খ. নিউটন
গ. হকিংস ঘ. আইনস্টাইন
৩৮. ২০১৫ খ্রি. ২৯ নভেম্বর আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পেয়েছিলাম। কারণ-
ক. আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল
খ. আকাশে অনেক তারা ছিল
গ. চাঁদের সম্পূর্ণ অংশে সূর্যের আলো পড়েছিল
ঘ. চাঁদের উপর সূর্যের আলো পড়েছিল
প্রতিষ্ঠাতা, কোর্সটিকা
এনএ

